ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন এ সপ্তাহে। ব্রাজিলের ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করেছিল সান্তোস। দীর্ঘ ১ যুগ পর ফেরা নেইমার মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সময় আজ সকালে। তবে ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে আজ পুনরায় ক্লাবটির হয়ে যাত্রা শুরু হয় নেইমারের। বাংলাদেশ সময় সকালে হলেও তিনি ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সময় গত রাতে। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোসের প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচে ৩৮ মিনিটে তিকুইনো সোয়ারেস পেনাল্টি থেকে গোলে এগিয়ে নেন সান্তোসকে। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন বোতাফোগোর স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডি জেসুস। শেষ পর্যন্ত সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
বদলি হিসেবে মাঠে নামলেও দীর্ঘ ১ যুগ পর ভিলা বেলমিরোতে খেলতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘সান্তোসকে আমি ভালোবাসি। আজ রাতে (গতকাল) মাঠে পা রাখার পর নিজের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারজুড়ে নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গত দুই বছরে নিয়মিত হতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচ ও সময় দরকার আমার। শতভাগ ফিট অবস্থায় নেই আমি। দৌড়ানো ও ড্রিবলিং নিয়ে অত বেশি আশা করিনি। আশা করি, পরের চার-পাঁচ ম্যাচে আরও ভালো করতে পারব।’
সান্তোসেই নেইমারের ক্লাব ক্যারিয়ারের পথচলা শুরু। তবে ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে তিনি পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই—দুই ইউরোপীয় ক্লাবে খেলার পর আল হিলালে খেলেছেন। তবে চোটের কারণে আল হিলালে দুই বছরে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মাসের শেষ দিকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। তাতে ১২ বছর পর সান্তোসে ফেরাটা সহজ হয় নেইমারের জন্য। যদিও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগে ব্রাজিলের ফরোয়ার্ডের নিজের ঘরে ফেরা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।
ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন এ সপ্তাহে। ব্রাজিলের ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করেছিল সান্তোস। দীর্ঘ ১ যুগ পর ফেরা নেইমার মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সময় আজ সকালে। তবে ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে আজ পুনরায় ক্লাবটির হয়ে যাত্রা শুরু হয় নেইমারের। বাংলাদেশ সময় সকালে হলেও তিনি ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ব্রাজিলের সময় গত রাতে। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোসের প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচে ৩৮ মিনিটে তিকুইনো সোয়ারেস পেনাল্টি থেকে গোলে এগিয়ে নেন সান্তোসকে। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন বোতাফোগোর স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডি জেসুস। শেষ পর্যন্ত সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
বদলি হিসেবে মাঠে নামলেও দীর্ঘ ১ যুগ পর ভিলা বেলমিরোতে খেলতে পেরে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘সান্তোসকে আমি ভালোবাসি। আজ রাতে (গতকাল) মাঠে পা রাখার পর নিজের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারজুড়ে নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গত দুই বছরে নিয়মিত হতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচ ও সময় দরকার আমার। শতভাগ ফিট অবস্থায় নেই আমি। দৌড়ানো ও ড্রিবলিং নিয়ে অত বেশি আশা করিনি। আশা করি, পরের চার-পাঁচ ম্যাচে আরও ভালো করতে পারব।’
সান্তোসেই নেইমারের ক্লাব ক্যারিয়ারের পথচলা শুরু। তবে ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে তিনি পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই—দুই ইউরোপীয় ক্লাবে খেলার পর আল হিলালে খেলেছেন। তবে চোটের কারণে আল হিলালে দুই বছরে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত মাসের শেষ দিকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। তাতে ১২ বছর পর সান্তোসে ফেরাটা সহজ হয় নেইমারের জন্য। যদিও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগে ব্রাজিলের ফরোয়ার্ডের নিজের ঘরে ফেরা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়।
বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
৩১ মিনিট আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
১ ঘণ্টা আগেমুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
২ ঘণ্টা আগেআর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ৩-০ গোলে হেরে অনেকটাই পিছিয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে আজ অসম্ভবকে সম্ভব করতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অপর ম্যাচে ইন্টার মিলান খেলবে বায়ার্ন
৩ ঘণ্টা আগে