ক্রীড়া ডেস্ক
৩-২ গোলের স্কোরকার্ড দেখে বোঝার সাধ্য নেই রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা কী পরিমাণ রোমাঞ্চ ছড়িয়েছে। অতিরিক্ত সময়ের গোলে রিয়াল ম্যাচটি জিতেছে। এই গোলটি এনে দিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র।
এস্তাদিও মিউনিসিপাল দে বুতার্ক স্টেডিয়ামে গত রাতে রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা ছিল কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল। নকআউট পর্বের ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল ২-২ গোলে ড্র। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে জয়সূচক গোল করেন গঞ্জালো গার্সিয়া। ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেডে গোল করার পর গার্সিয়া শুরু করলেন উদযাপন। এই গার্সিয়াই মাদ্রিদের ভিলানুয়েভা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ও ব্যবসায় বিশ্লেষণের ওপর ডিগ্রি নিচ্ছেন। কোপা দেল রের নকআউট পর্বের ম্যাচটিতে গোলের পর গার্সিয়া জানালেন তাঁর স্বপ্নপূরণের কথা। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘দিনটি অভিষেকের চেয়েও বিশেষ কিছু। ছোটবেলা থেকে রিয়ালের হয়ে গোল করার স্বপ্ন দেখেছি। সুখীর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে নিজেকে।’
রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটিতে সতীর্থ লুকা মদরিচের সঙ্গে লেগে যায় ভিনিসিয়ুস জুনিয়রের। কারণ, রক্ষণ সামলাতে ভিনিকে নিচে নামতে বলেন মদরিচ। তবে ভিনি সেদিকে ভ্রুক্ষেপ না করায় মদরিচ খেপে যান। ভিনি তর্ক জুড়ে দেন মদরিচের সঙ্গে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কথা কাটাকাটির বিষয়ে প্রশ্ন করা হয় মদরিচকে। ম্যাচ শেষে মদরিচ বলেছেন, ‘ভিনির ওপর কীভাবে রাগ করব? এটা ফুটবল। যেটা দেখার দরকার নেই,সেদিকেই আপনাদের চোখ যায়।’
১৮ ও ২৫ মিনিটে মদরিচ ও এনড্রিকের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলে। লেগানেসকে এরপর জোড়া গোলে সমতায় ফিরিয়েছেন হুয়ান ক্রুজ। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ক্রুজ করেন প্রথম গোল। দ্বিতীয় গোলটি তিনি করেন ৫৯ মিনিটে। এমনকি যে গার্সিয়া রিয়ালকে জয়সূচক গোল এনে দিয়েছেন, তিনি (গার্সিয়া) ৮২ মিনিটে এনড্রিকের বদলি হিসেবে নেমেছিলেন। ২০২৩ সাল থেকে রিয়ালে খেললেও গত রাতেই ক্লাবটির হয়ে প্রথম গোল করেন গার্সিয়া।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে রিয়ালের একাদশে ছিলেন না ভিনিও। ৪৬ মিনিটে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নামানো হয় রদ্রিগোর পরিবর্তে। ৮২ মিনিটে হলুদ কার্ড দেখেন ভিনি।
৩-২ গোলের স্কোরকার্ড দেখে বোঝার সাধ্য নেই রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা কী পরিমাণ রোমাঞ্চ ছড়িয়েছে। অতিরিক্ত সময়ের গোলে রিয়াল ম্যাচটি জিতেছে। এই গোলটি এনে দিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র।
এস্তাদিও মিউনিসিপাল দে বুতার্ক স্টেডিয়ামে গত রাতে রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা ছিল কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল। নকআউট পর্বের ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল ২-২ গোলে ড্র। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে জয়সূচক গোল করেন গঞ্জালো গার্সিয়া। ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেডে গোল করার পর গার্সিয়া শুরু করলেন উদযাপন। এই গার্সিয়াই মাদ্রিদের ভিলানুয়েভা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ও ব্যবসায় বিশ্লেষণের ওপর ডিগ্রি নিচ্ছেন। কোপা দেল রের নকআউট পর্বের ম্যাচটিতে গোলের পর গার্সিয়া জানালেন তাঁর স্বপ্নপূরণের কথা। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘দিনটি অভিষেকের চেয়েও বিশেষ কিছু। ছোটবেলা থেকে রিয়ালের হয়ে গোল করার স্বপ্ন দেখেছি। সুখীর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে নিজেকে।’
রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটিতে সতীর্থ লুকা মদরিচের সঙ্গে লেগে যায় ভিনিসিয়ুস জুনিয়রের। কারণ, রক্ষণ সামলাতে ভিনিকে নিচে নামতে বলেন মদরিচ। তবে ভিনি সেদিকে ভ্রুক্ষেপ না করায় মদরিচ খেপে যান। ভিনি তর্ক জুড়ে দেন মদরিচের সঙ্গে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কথা কাটাকাটির বিষয়ে প্রশ্ন করা হয় মদরিচকে। ম্যাচ শেষে মদরিচ বলেছেন, ‘ভিনির ওপর কীভাবে রাগ করব? এটা ফুটবল। যেটা দেখার দরকার নেই,সেদিকেই আপনাদের চোখ যায়।’
১৮ ও ২৫ মিনিটে মদরিচ ও এনড্রিকের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলে। লেগানেসকে এরপর জোড়া গোলে সমতায় ফিরিয়েছেন হুয়ান ক্রুজ। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ক্রুজ করেন প্রথম গোল। দ্বিতীয় গোলটি তিনি করেন ৫৯ মিনিটে। এমনকি যে গার্সিয়া রিয়ালকে জয়সূচক গোল এনে দিয়েছেন, তিনি (গার্সিয়া) ৮২ মিনিটে এনড্রিকের বদলি হিসেবে নেমেছিলেন। ২০২৩ সাল থেকে রিয়ালে খেললেও গত রাতেই ক্লাবটির হয়ে প্রথম গোল করেন গার্সিয়া।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে রিয়ালের একাদশে ছিলেন না ভিনিও। ৪৬ মিনিটে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নামানো হয় রদ্রিগোর পরিবর্তে। ৮২ মিনিটে হলুদ কার্ড দেখেন ভিনি।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে