নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন তিনি।
সুমাইয়া ফেসবুকে লেখেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামের ছাত্রী হিসেবে আন্তস্কুলে খেলা থেকে মালদ্বীপ সাফ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্ল-মধুর। এই পথ বেছে নেওয়ার পর আমার স্বপ্ন ছিল তরুণ অনুপ্রাণিত করা, যাদের বাবা-মায়েরা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দেন। আমি দেখাতে চেয়েছি, আবেগ ও নিবেদন থাকলে যেকোনো বাধাই পেরোনো সম্ভব। তবে আজ অনেকটা আফসোস হচ্ছে আমার। আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ—সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’
সুমাইয়া আরও লেখেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল, আমার দেশকে অন্তত পাশে পাব; কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) জানানোর ন্যূনতম সামর্থ্য আমার আছে। কিন্তু গত কয়েক দিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ফুটবলারদের অভিযোগগুলো ইংরেজিতে লেখেন সুমাইয়া। ২ ফেব্রুয়ারি বিশেষ কমিটির কাছে জবানবন্দিও দিয়েছেন তিনি।
নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন তিনি।
সুমাইয়া ফেসবুকে লেখেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামের ছাত্রী হিসেবে আন্তস্কুলে খেলা থেকে মালদ্বীপ সাফ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্ল-মধুর। এই পথ বেছে নেওয়ার পর আমার স্বপ্ন ছিল তরুণ অনুপ্রাণিত করা, যাদের বাবা-মায়েরা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দেন। আমি দেখাতে চেয়েছি, আবেগ ও নিবেদন থাকলে যেকোনো বাধাই পেরোনো সম্ভব। তবে আজ অনেকটা আফসোস হচ্ছে আমার। আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ—সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’
সুমাইয়া আরও লেখেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল, আমার দেশকে অন্তত পাশে পাব; কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) জানানোর ন্যূনতম সামর্থ্য আমার আছে। কিন্তু গত কয়েক দিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ফুটবলারদের অভিযোগগুলো ইংরেজিতে লেখেন সুমাইয়া। ২ ফেব্রুয়ারি বিশেষ কমিটির কাছে জবানবন্দিও দিয়েছেন তিনি।
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।
৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন দিমুথ করুনারত্নে। গত বছরের শুরু থেকে রান করেছেন কেবল ২৭.০৫ গড়ে। বয়সের ছাপও স্পষ্ট। তা ছাড়া আগামী দেড় বছরে কেবলমাত্র দুটি টেস্টই খেলবে শ্রীলঙ্কা।
৫ ঘণ্টা আগেউপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে
৬ ঘণ্টা আগেএ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
৭ ঘণ্টা আগে