Ajker Patrika

নাহিদ রানার গতি সামলাতে যেভাবে প্রস্তুতি নিল জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২: ৪২
নাহিদ রানাকে মোকাবিলা করতে প্রস্তুত জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত
নাহিদ রানাকে মোকাবিলা করতে প্রস্তুত জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত

নাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও নাহিদ রানার দিকে তাকিয়ে বাংলাদেশ। তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা, তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা। নিয়মিত বল করেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে।

নাহিদ রানা কিংবা তাঁর গতি নিয়ে মোটেও চিন্তিত নন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের দলের অভিজ্ঞ এই ব্যাটার গতকাল সংবাদ সম্মেলনে এসে উল্টো বললেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত।’ কীভাবে প্রস্তুত? শন উইলিয়ামসের উত্তর, ‘আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে।’

জিম্বাবুয়ে সিরিজে রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের এখনো টেস্টে অভিষেক না হলেও দলে যে দলে অবদান রাখতে পারে, সেটি তিনি দেখিয়েছেন ক্রিকেটের অন্য দুই সংস্করণে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটে নেওয়ার অভিজ্ঞতা হাসানের। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রানা। তাই বাংলাদেশের পেসারদের প্রশংসা করতেই হলো উইলিয়ামসকে, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এটা আসলেই অসাধারণ।’

বাংলাদেশের আবহাওয়া গত কদিন ধরেই মেঘলা। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) তো বটেই, এমনকি সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের অনুশীলন সেশনের সময়ও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এমন বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগ করছেন উইলিয়ামস, ‘আমি আসলে এটা (বৃষ্টি) নিয়ে খুশি (হাসি)। বৃষ্টিটা দারুণ লেগেছে গতকাল। অনুশীলন সেশনের সময় বৃষ্টি হলো। জুন মাসের বৃষ্টিটা আবহাওয়ার পূর্বাভাসে আছে, যা ম্যাচের মধ্যেও হতে পারে। ফলে আমাদের সুযোগ আছে, এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত