ক্রীড়া ডেস্ক
নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে।
আজ বাদে কাল ৪০ বছর বয়সে পা রাখবেন রোনালদো। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিলেন তিনি। এর পেছনে কারণও তুলে ধরেন আল নাসরের এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। বিশ্বাস করি, আমিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ফুটবলে সবকিছুই করতে পারি। হেডিংয়ে ভালো, ফ্রি-কিকেও খারাপ না। এমনকি বাঁ পায়েও ভালো শট নিতে পারি। আমি গতিময়, শক্তিশালী।’
ব্যক্তিগত পছন্দ যে সবার এক হয় না, সেটা জানা রয়েছে রোনালদোর। কিন্তু নিজের চেয়ে কাউকে সেরা মানতে নারাজ তিনি।
রোনালদো বলেন, ‘কারও মেসি, কারও পেলে কিংবা কারও ম্যারাডোনাকে ভালো লাগতে পারে। আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি। তবে রোনালদো পরিপূর্ণ নয়, এমনটি বললে মিথ্যা বলা হবে। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
চল্লিশে চালশে—শব্দটি রোনালদোর সঙ্গে একদম বেমানান। গতকালও আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। তবু বয়স তো আর আটকে রাখা যায় না। তা যা-ই হোক, এখনই যে ক্যারিয়ারের ইতি টানছেন না, সেটা সাফ জানিয়ে রাখলেন এই পর্তুগিজ তারকা।
রোনালদো বলেন, ‘চাইলে আজই খেলা ছাড়তে পারি এবং আমার আক্ষেপের কিছুই থাকবে না। কিন্তু সেটা লজ্জাজনক। কারণ, আমি এখনো খুবই ভালো। এখনো পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখি। আরও এক-দুই বছর করতে পারব। এ কারণেই আমি বর্তমানে থাকতে বেশি পছন্দ করি। দীর্ঘমেয়াদি কিছু ভাবি না।’
নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে।
আজ বাদে কাল ৪০ বছর বয়সে পা রাখবেন রোনালদো। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিলেন তিনি। এর পেছনে কারণও তুলে ধরেন আল নাসরের এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। বিশ্বাস করি, আমিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ফুটবলে সবকিছুই করতে পারি। হেডিংয়ে ভালো, ফ্রি-কিকেও খারাপ না। এমনকি বাঁ পায়েও ভালো শট নিতে পারি। আমি গতিময়, শক্তিশালী।’
ব্যক্তিগত পছন্দ যে সবার এক হয় না, সেটা জানা রয়েছে রোনালদোর। কিন্তু নিজের চেয়ে কাউকে সেরা মানতে নারাজ তিনি।
রোনালদো বলেন, ‘কারও মেসি, কারও পেলে কিংবা কারও ম্যারাডোনাকে ভালো লাগতে পারে। আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি। তবে রোনালদো পরিপূর্ণ নয়, এমনটি বললে মিথ্যা বলা হবে। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
চল্লিশে চালশে—শব্দটি রোনালদোর সঙ্গে একদম বেমানান। গতকালও আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। তবু বয়স তো আর আটকে রাখা যায় না। তা যা-ই হোক, এখনই যে ক্যারিয়ারের ইতি টানছেন না, সেটা সাফ জানিয়ে রাখলেন এই পর্তুগিজ তারকা।
রোনালদো বলেন, ‘চাইলে আজই খেলা ছাড়তে পারি এবং আমার আক্ষেপের কিছুই থাকবে না। কিন্তু সেটা লজ্জাজনক। কারণ, আমি এখনো খুবই ভালো। এখনো পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখি। আরও এক-দুই বছর করতে পারব। এ কারণেই আমি বর্তমানে থাকতে বেশি পছন্দ করি। দীর্ঘমেয়াদি কিছু ভাবি না।’
সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে 'হত্যা' ও 'ধর্ষণে'র হুমকির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন।
২ ঘণ্টা আগেসবকিছু চূড়ান্ত হয়েছে আগেই, এখন কেবল হামজা চৌধুরীর বাংলাদেশে পা রাখার অপেক্ষা। সেই দিনক্ষণও ঠিক হয়েছে। আগামী ১৯ মার্চ ঢাকায় আসতে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কমিটির...
৪ ঘণ্টা আগেনারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন
৮ ঘণ্টা আগেদুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।
৯ ঘণ্টা আগে