নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহীন আলম (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সিটি সাইবার টিম।
আজ শনিবার দুপুরে চক্রের সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ।
সাইদ নাসিরুল্লাহ জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষা ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল একটি চক্র। এই চক্রের হাতে প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শাহীন আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নাসিরুল্লাহ জানান, ফেসবুকে গ্রুপ খুলে রাকিবুল ইসলাম নামে একটি ভুয়া আইডি থেকে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার আশ্বাসে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এভাবে প্রশ্ন ফাঁসের আশ্বাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছিলেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছেন বলে জানিয়েছেন শাহীন।
শাহীন আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহীন আলম (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সিটি সাইবার টিম।
আজ শনিবার দুপুরে চক্রের সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ।
সাইদ নাসিরুল্লাহ জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষা ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল একটি চক্র। এই চক্রের হাতে প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শাহীন আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নাসিরুল্লাহ জানান, ফেসবুকে গ্রুপ খুলে রাকিবুল ইসলাম নামে একটি ভুয়া আইডি থেকে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার আশ্বাসে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এভাবে প্রশ্ন ফাঁসের আশ্বাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছিলেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছেন বলে জানিয়েছেন শাহীন।
শাহীন আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫