Ajker Patrika

চট্টগ্রামে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৩: ৪২
চট্টগ্রামে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর ইসমাইল কলোনিতে নিজ বাসা থেকে মা ও তাঁর দুই সন্তানে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কলোনির এসএস হাউস নামের ভবনের চারতলার দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন মা সুমিতা খাতুন (৩১), তাঁর ৭ বছর বয়সী মেয়ে জান্নাত আরা মুন ও আড়াই বছর বয়সী ছেলে চাঁন বাবু। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা গ্রামে। 

পুলিশ জানায়, তাদের মধ্যে মা ও ছেলেকে ফ্ল্যাটের বেডরুমে ঝুলন্ত অবস্থায় এবং মেয়েকে বিছানায় শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। এ সময় মেয়েটির গলায় ওড়না প্যাঁচানো ছিল। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, `স্থানীয়দের সহায়তায় আমরা ঘটনাস্থলে গিয়ে মূল দরজা ও বেডরুমের দরজা ভেঙে তাঁদের মরদেহ উদ্ধার করেছি। এ সময় সুমিতার স্বামী বাসায় ছিলেন না। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি। আমরা জেনেছি, তাঁদের বিয়ে হয়েছে ১০ বছর আগে। মোহাম্মদপুর এলাকায় তাঁরা আড়াই বছর যাবৎ বসবাস করছেন।' 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, `প্রাথমিকভাবে আমরা ধারণা করছি আগে দুই সন্তানকে হত্যা করে মহিলা নিজেই আত্মহত্যা করেছেন। আমরা তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আরও তদন্ত ও সুরতহাল প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত