Ajker Patrika

হালদা নদী থেকে প্রায় ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হালদা নদী থেকে প্রায় ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ মিটার লম্বা পাঁচটি মাছ ধরার অবৈধ জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গতকাল রোববার সন্ধ্যা ৭টা হতে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল আলম। 

ইউএনও আজকের পত্রিকাকে বলেন, হালদা নদীর রাউজান সীমান্তের গুজরা ইউনিয়ন আজিমের ঘাট এলাকা থেকে দুইটি, নাপিতের ঘাট এলাকা থেকে একটি, আমতুয়া এলাকা থেকে একটি, ছিপাতলী ইউনিয়ন আলম্মের কুম এলাকা থেকে একটিসহ মোট ৫টি জাল জব্দ করা হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৮০০ মিটার। 

অভিযান চালিয়ে ২ হাজার ৮শ মিটার জব্দকৃত জালইউএনও আরও বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চালানো হচ্ছে। কিছু অবৈধ মাছ শিকারিরা প্রতিনিয়ত নদীতে জাল ও বড়শি ফেলে মাছ শিকার করছে। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টায় আছি। হালদা নদীর তীর এলাকার সংশ্লিষ্ট সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেছেন-ছিপাতলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাহাবুবুল আলম মানিক, জুনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, স্থানীয় গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত