Ajker Patrika

কক্সবাজারের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি ২ দিনের রিমান্ডে

তাসনিম হাসান, কক্সবাজার থেকে
কক্সবাজারের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি ২ দিনের রিমান্ডে

কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ৩ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে আসামিদের আদালতে তোলা হলে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এই আদেশ দেন। 

টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে প্রত্যেক আসামির ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

তবে রিমান্ডে নেওয়া এই আসামিদের নাম মামলার এজাহারে ছিল না। তাঁরা হলেন-কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম সাহাবুদ্দিন (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশীদ (২৮) ও কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদী হাসান (২১)। 

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত প্রধান আসামি আশিকুল ইসলামসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মামলার এজাহারে চার নম্বরে থাকা আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন। গত শনিবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত