Ajker Patrika

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১১: ১২
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামে ভয় দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. জাহাঙ্গীর আলম কুমিল্লার চান্দিনা থানার মহনপুর গ্রামের মো. ওয়াহিদের ছেলে। 

জানা যায়, জাহাঙ্গীর এক কিশোরীর ছবি এডিট করে নগ্ন ছবি বানিয়ে, তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ১৪ বছরের শিশু। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। জাহাঙ্গীর প্রায়ই ভিকটিমকে উত্ত্যক্ত করত। একদিন বাসায় কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর ওই বাসায় আসে। এ সময় ভিকটিম চিৎকারের চেষ্টা করলে জাহাঙ্গীর তাকে কিছু নগ্ন ছবি দেখায়। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এর কিছুদিন পর আবারও জাহাঙ্গীর সেই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। তখন সেই ভুক্তভোগী মরিচের গুঁড়া ছিটিয়ে আত্মরক্ষা করে। তারপর ৯৯৯–এ ফোন করে অভিযোগ জানালে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মো. মহসীন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত