মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে এক সময় মায়া হরিণের বেশ বিচরণ ছিল। অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে দিনদিন বিলুপ্তির পথে মায়া হরিণ। আজ সোমবার সকালে জবাই করা অবস্থায় রশি দিয়ে বাঁধা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মহামায়া বন বিট এলাকায় সরকারি বাগানে কর্মরত বিট অফিসের স্টাফরা একটি মায়া হরিণ জবাই করে ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পান। নতুন বাগান সৃজন কাজে নিয়োজিত বন বিভাগের স্টাফ হাসান, মো. গনি ও মো. মোর্শেদকে দেখে হরিণ শিকারে জড়িতরা পালিয়ে যায়। পরে হরিণটি উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
পরিবেশ বিশেষজ্ঞ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টামফোর্ড ইউনিভার্সিটি পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. কামরুজ্জামান বলেন, ‘এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিপন্ন প্রজাতির পশুপাখির অভয়ারণ্য দিনদিন কমে যাচ্ছে। মানুষ প্রকৃতির ক্ষতি করে নিজেই নিজের ক্ষতি করছে। এদের আইনের আওতায় না নিয়ে আসলে অপরাধ আরও বাড়বে। আমরা এ বিষয়টি তদন্ত করব।’
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, বিপন্ন প্রজাতির মায়া হরিণ শিকারের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জড়িতদের নাম তদন্তে বেরিয়ে এলে আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, এত সুন্দর মায়া হরিণ যারা হত্যা করতে পারে তাঁদের দ্বারা সব ধরনের অপরাধ করা সম্ভব। মায়া হরিণ হত্যাকারীর বিরুদ্ধে মামলা হবে। অপরাধী যেই হোক তাঁকে শাস্তির আওতায় আনা হবে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে এক সময় মায়া হরিণের বেশ বিচরণ ছিল। অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে দিনদিন বিলুপ্তির পথে মায়া হরিণ। আজ সোমবার সকালে জবাই করা অবস্থায় রশি দিয়ে বাঁধা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মহামায়া বন বিট এলাকায় সরকারি বাগানে কর্মরত বিট অফিসের স্টাফরা একটি মায়া হরিণ জবাই করে ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পান। নতুন বাগান সৃজন কাজে নিয়োজিত বন বিভাগের স্টাফ হাসান, মো. গনি ও মো. মোর্শেদকে দেখে হরিণ শিকারে জড়িতরা পালিয়ে যায়। পরে হরিণটি উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
পরিবেশ বিশেষজ্ঞ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টামফোর্ড ইউনিভার্সিটি পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. কামরুজ্জামান বলেন, ‘এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিপন্ন প্রজাতির পশুপাখির অভয়ারণ্য দিনদিন কমে যাচ্ছে। মানুষ প্রকৃতির ক্ষতি করে নিজেই নিজের ক্ষতি করছে। এদের আইনের আওতায় না নিয়ে আসলে অপরাধ আরও বাড়বে। আমরা এ বিষয়টি তদন্ত করব।’
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, বিপন্ন প্রজাতির মায়া হরিণ শিকারের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জড়িতদের নাম তদন্তে বেরিয়ে এলে আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, এত সুন্দর মায়া হরিণ যারা হত্যা করতে পারে তাঁদের দ্বারা সব ধরনের অপরাধ করা সম্ভব। মায়া হরিণ হত্যাকারীর বিরুদ্ধে মামলা হবে। অপরাধী যেই হোক তাঁকে শাস্তির আওতায় আনা হবে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে