Ajker Patrika

৫২ রোহিঙ্গাকে বিক্রি করে ফেরার পথে র‍্যাবের জালে ৬

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৮: ৪৭
৫২ রোহিঙ্গাকে বিক্রি করে ফেরার পথে র‍্যাবের জালে ৬

মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ৫২ জন রোহিঙ্গা নাগরিককে পার্শ্ববর্তী দেশে বিক্রি করে দিয়েছে পাচারকারী চক্র। ওই রোহিঙ্গাদের বিক্রি করে ফেরার পথে চক্রটির ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব। 

আজ শনিবার ভোরে কক্সবাজার উপকূলের নাজিরারটেক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য। 

র‍্যাব জানিয়েছে, পাচার হওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮টি শিশু রয়েছে। 

আটককৃতরা হলেন—মহেশখালীর উপজেলার ছোট মহেশখালীর সিপাহির পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে শাহ জাহান (৩৭), ঘটিভাঙা পূর্বপাড়ার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ পারভেজ (২৩), একই এলাকার আমির হোসেনের ছেলে আবদুল মাজেদ (২৭), ফজল করিমের ছেলে আমির মো. ফয়সাল (২৪), আমির হোসেনের ছেলে মোহাম্মদ শাকের (৩০) ও মো. মীর কাসেমের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। 

উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে—একটি দেশীয় বন্দুক, দুটি থ্রি-কোয়ার্টার গান, চার রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি স্যাটেলাইট ফোন, একটি কম্পাস, একটি জিপিএস ডিভাইস, ১৬টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড। পাচারের কাজে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়েছে। 

আজ বিকেলে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের কিছু সদস্য নাজিরারটেক চ্যানেলে অবস্থান করছে—এমন খবর পেয়ে অভিযানে যায় র‍্যাব। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র-গুলিসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এ চক্রের বিদেশি সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার হয়। পাশাপাশি জিপিএসের মাধ্যমে সাগরের গতিপথ চিহ্নিত করে মানব পাচার করে আসছিলেন তাঁরা।’ 

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে কমান্ডার শেখ ইউসুফ বলেন, ‘উচ্চ বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের রাজি করেন তাঁরা। এ জন্য জনপ্রতি তিন লাখ টাকায় চুক্তি করে। প্রাথমিকভাবে তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। বাকি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করবে মর্মে চুক্তি করে।’ 

মেজর শেখ ইউসুফ আহমেদ আরও বলেন, ‘চুক্তি অনুযায়ী এই রোহিঙ্গারা মানবপাচারকারীদের প্ররোচনায় অন্য দেশে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়। কিন্তু তাঁদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে বিক্রি করে দেওয়া হয়। নারীদের যৌনপল্লিতে কাজ করতে বাধ্য করা হয়।’ 

বিদেশে পাঠানো বাবদ জনপ্রতি ২ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটককৃতরা। এ চক্রের আরও সদস্যকে চিহ্নিত করতে পেরেছে র‍্যাব। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত