Ajker Patrika

গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

সিলেট সংবাদদাতা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৮
গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ওয়াকিটকি হাতে নিয়ে অপরাধমূলক কাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সিলেট সদর উপজেলার শাহপরান এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। তাঁর নাম মো. শামীম মোল্লা (৪৫)। গত বুধবার বিকেলে নগরীর মেজর টিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি দল জানতে পারে, এক ব্যক্তি ওয়াকিটকি এবং একটি পরিচয়পত্র প্রদর্শন করে সরকারি কর্মচারী (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে শাহপরান থানাধীন ইসলামপুর এলাকায় অপরাধমূলক কাজ করছে। পাশাপাশি মানুষের মনে ভয়ভীতি প্রদর্শন করছে।পরে অভিযান পরিচালনা করে জকিগঞ্জ উপজেলার নরসিংপুর গ্রামের মো. শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি ওয়াকিটকি, একটি ন্যাশনাল ক্যাডেট কোর পরিচয়পত্র, একটি বাংলাদেশ ব্যাংকের কার্ড, একটি ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি প্রাইম ব্যাংকের এটিএম কার্ড, একটি স্বর্ণের কয়েন, একটি স্বর্ণের নাকফুল, ১৬টি চাবি, তিনটি চুড়ি ও একটি রুপার লকেট জব্দ করা হয়।র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সোমেন মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান যে, দীর্ঘদিন ধরে তিনি ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করছেন। এলাকায় আধিপত্য বিস্তারসহ লোকজনের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছেন। শামীমকে উদ্ধার করা আলামতসহ শাহপরান (র.) থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত