Ajker Patrika

মিজানের বিরুদ্ধে মামলা করবে ইবি কর্তৃপক্ষ 

প্রতিনিধি, ইবি
মিজানের বিরুদ্ধে মামলা করবে ইবি কর্তৃপক্ষ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'ক্রাশ অ্যান্ড কনফিউশন' নামে ফেসবুক পেজের অ্যাডমিন অর্থনীতি বিভাগের  ২০১৭-১৮  শিক্ষাবর্ষের মিজান বিশ্বাসের বিরুদ্ধে যেকোনো সময় মামলা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।  

জানা যায়, গত ২০ আগস্ট রাতে মিজান বিশ্বাসের পরিচালিত ক্রাশ অ্যান্ড কনফিউশন পেজটি থেকে 'ইবি কাঁপানো সকল সুন্দরী একসঙ্গে, ইমো নম্বর পেতে লাভ রিয়েক্ট দিয়ে সঙ্গেই থাকুন' এই ক্যাপশন দিয়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করা হয়। এরপর শিক্ষার্থীদের তোপের মুখে আনুমানিক ১২টার দিকে পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। ওই ঘটনায় পরদিন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ভুক্তভোগী এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। 

এ ব্যাপারে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল আম্বিয়া বলেন, আমাদের ৭ দিন সময় দেওয়া হয়েছিল। আমরা অভিযুক্তর ব্যাপারে প্রশাসনে প্রতিবেদন দিয়ে দিয়েছি। বাকি কাজ এখন অফিসিয়ালভাবে করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আইসিটি সেল প্রতিবেদন জমা দিয়েছে। অফিসিয়াল কিছু কাজ বাকি আছে। কাজগুলো শেষ হলে যেকোনো সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত