Ajker Patrika

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজারে মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে ১০৭ কোটি টাকা। অবশ্য দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঘটেছে উল্টোটা। সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। 

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় চার পয়েন্ট কমে ছয় হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে বেড়েছে অপর দুই সূচক। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে এক হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৩০ লাখ টাকা। 

সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ১৮৬ টির, বেড়েছে ১৫৯ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির দাম। 

টাকার অংকে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে–বেক্সিমকো, পাওয়ার গ্রিড, বিডি ফাইন্যান্স, সোনালি লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, কাট্টালী টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং কেয়া কসমেটিকস। 

সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪ কোটি ৫ লাখ টাকা। সোমবার লেনদেনকৃত ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৪৭ টির, বেড়েছে ১৩০ টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত