নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে ১০৭ কোটি টাকা। অবশ্য দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঘটেছে উল্টোটা। সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় চার পয়েন্ট কমে ছয় হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে বেড়েছে অপর দুই সূচক। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে এক হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৩০ লাখ টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ১৮৬ টির, বেড়েছে ১৫৯ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির দাম।
টাকার অংকে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে–বেক্সিমকো, পাওয়ার গ্রিড, বিডি ফাইন্যান্স, সোনালি লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, কাট্টালী টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং কেয়া কসমেটিকস।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪ কোটি ৫ লাখ টাকা। সোমবার লেনদেনকৃত ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৪৭ টির, বেড়েছে ১৩০ টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দেশের পুঁজিবাজারে মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে ১০৭ কোটি টাকা। অবশ্য দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঘটেছে উল্টোটা। সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় চার পয়েন্ট কমে ছয় হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে বেড়েছে অপর দুই সূচক। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে এক হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৩০ লাখ টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ১৮৬ টির, বেড়েছে ১৫৯ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টির দাম।
টাকার অংকে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে–বেক্সিমকো, পাওয়ার গ্রিড, বিডি ফাইন্যান্স, সোনালি লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, কাট্টালী টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং কেয়া কসমেটিকস।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪ কোটি ৫ লাখ টাকা। সোমবার লেনদেনকৃত ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৪৭ টির, বেড়েছে ১৩০ টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৫ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৬ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৬ ঘণ্টা আগে