Ajker Patrika

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বড় পতন হলেও একিদন পর সোমবার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। তবে সোমবার পুঁজিবাজারে সূচক বৃদ্ধি এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৪১১ কোটি টাকা।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, এর আগে সরকারের পক্ষ থেকে সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত লকডাউন এবং বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের সরকারি ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের কারণে গত রোববার পুঁজিবাজারে বড় দরপতন হয়। ওই দিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে যায়।

এদিকে, রোববার সন্ধ্যার পর লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, বুধবার পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে রিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করবে। এ ছাড়া এ সময় ব্যাংকসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

অবশ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা–বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জানানো হয়েছে, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩১ টির, দাম কমেছে ১০৮ টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেনের পরিমাণ ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কমেছে।

সোমবার টাকার অঙ্কে ডিএসইতে শীর্ষ লেনদেনকৃত প্রতিষ্ঠান হচ্ছে ডেলটা লাইফ। প্রতিষ্ঠানটির ১৩৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটির ৪৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-মালেক স্পিনিং, ডাচ-বাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিং সাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ড্রাগন সোয়েটার।

এছাড়া সোমবার ডিএসইতে ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২ টির দাম বেড়েছে, আর কমেছে ৪ টির। আর ৫ টির দাম অপরিবর্তিত ছিল। পাশাপাশি ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৮ টির দাম বেড়েছে এবং ৩ টির দাম কমেছে। অপরিবর্তিত ছিল ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকা। সোমবার সিএসইতে লেনদেনকৃত ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৯ টির, দাম কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত