Ajker Patrika

বিইউএফটিতে ভর্তি মেলা শুরু

বিজ্ঞপ্তি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৩: ৪১
Thumbnail image

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) আজ সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী স্প্রিং সেমিস্টার-২০২৪ ভর্তি মেলা। তুরাগে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান। 

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৩০%, মেধাভিত্তিক টিউশন ফির ওপর ১০%-১০০% এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। 

উল্লেখ্য, স্প্রিং সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৭টি অনুষদের অধীনে ১৫টি প্রোগ্রাম,৩টি সার্টিফিকেট কোর্স এবং ১টি পিজিডি কোর্স চলবে। ভর্তি মেলায় শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ক্যারিয়ার কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ-বিইউএফটি (নিশাতনগর, তুরাগ, ঢাকা ১২৩১০)। হেল্পলাইন: ০১৮১০০৬৩৩৫৫ ফোন-০৯৬০৬৮০৮০৮০,০৯৬০৬৯৫০৫৩৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত