Ajker Patrika

দেশে ৮ বছরে ১২২ কোটি কিমি পথ পাড়ি দিয়েছেন উবার চালকেরা

আজকের পত্রিকা ডেস্ক­
২০১৬‍ সালে বাংলাদেশে যাত্রা করে উবার। ছবি: সংগৃহীত
২০১৬‍ সালে বাংলাদেশে যাত্রা করে উবার। ছবি: সংগৃহীত

উবার চালকেরা গত আট বছরে ১২২ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, যা পৃথিবী থেকে চাঁদে প্রায় ৩ হাজার বার যাতায়াত করার সমান! ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে উবার বাংলাদেশে ১৬ কোটি ৬০ লাখ ট্রিপ সম্পন্ন করেছে। একই সঙ্গে সাড়ে ৩ লাখ ড্রাইভার–পার্টনার উবার প্ল্যাটফর্ম থেকে আয় করেছেন।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে উবার। এতে বলা হয়, উবার তাদের ৮ম বার্ষিকী উদ্‌যাপন করছে। ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকায় যাত্রা শুরু করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উবার বাংলাদেশ গত আট বছরে ৭২ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে এবং ৩ লাখ ৫০ হাজার ড্রাইভার–পার্টনারের জন্য আয়ের সুযোগ তৈরি করেছে।

উবার বাংলাদেশ তাদের ৮ম বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ‘থ্যাংক ইউ’ ক্যাম্পেইন চালু করেছে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় উবার শীর্ষ ড্রাইভার-পার্টনার, যাত্রী ও হিরো পার্টনারদের স্বীকৃতি প্রদান ও উদ্‌যাপনের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—যাত্রাপথে চালক ও যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য অন-ট্রিপ থ্যাংক ইউ টোকেন প্রদান; টপ ড্রাইভার-পার্টনারদের জন্য একটি দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প এবং শীর্ষ যাত্রীদের জন্য বিশেষ লাইফস্টাইল ভাউচার।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস বলেন, ‘গত আট বছরে উবার বাংলাদেশের পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। উবার যাত্রীদের চালকদের সঙ্গে সংযুক্ত করে যারা আমাদের প্ল্যাটফর্মের মেরুদণ্ড। আমরা আমাদের কমিউনিটির জন্য সেবা উন্নত করতে ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...