Ajker Patrika

রপ্তানি প্রণোদনা পাবে সিমেন্ট শিট ও এমএস স্টিলসহ নতুন ৪ খাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রপ্তানি প্রণোদনা পাবে সিমেন্ট শিট ও এমএস স্টিলসহ নতুন ৪ খাত

চলতি ২০২১-২২ অর্থবছরে নতুন চারটি পণ্য রপ্তানিতে ৪ শতাংশ নগদ অর্থ সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো—দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এ নির্দেশনা কার্যকর হলে চলতি অর্থবছরের ৪৩টি পণ্য ও খাত রপ্তানি নগদ সহায়তা পাবে। 
 
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ রপ্তানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

নতুন এসব নির্দেশনা জারির ফলে বিশেষায়িত অঞ্চলসহ রপ্তানিতে প্রণোদনা সহায়তাযোগ্য খাতের সংখ্যা দাঁড়াল ৪৩ টি। জারি করা নির্দেশনাগুলোতে এসব ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশের বেশি হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসব প্রণোদনা নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪ শতাংশ হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে। 

অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে। 
 
আর সব ক্ষেত্রে রপ্তানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী রপ্তানি প্রণোদনা দেওয়া হবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়। 

এ ছাড়া রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি বা ডকুমেন্টারি সংগ্রহের মাধ্যমে প্রত্যাবসিত রপ্তানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রপ্তানিকারকরা রপ্তানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত