Ajker Patrika

আইএফআইসি ব্যাংকের আরও ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কিনবেন সায়ান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৪, ২৩: ১৮
আইএফআইসি ব্যাংকের আরও ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কিনবেন সায়ান এফ রহমান

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের আরও ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান। শেয়ার কেনা সম্পন্ন হলে ব্যাংকটিতে তাঁর শেয়ার প্রায় দ্বিগুণ হবে। 

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এদিনের বাজারমূল্যে এসব শেয়ারের দাম সাড়ে ৩৫ কোটি টাকা। 

বর্তমানে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সায়ান। ব্যাংকটিতে তিনি নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি। আর চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সায়ানের বাবা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

ডিএসইর মাধ্যমে জানানো হয়েছে, বাজারমূল্যে এসব শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সাধারণ বাজার ও ব্লক মার্কেট থেকে কেনা হবে। 

শেয়ার কেনার ঘোষণার পর ডিএসইতে এদিন আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসে। ব্যাংকটির শেয়ারের দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে ৯ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। হাতবদল হয়েছে ১০ কোটি টাকার শেয়ার। 

শেয়ারধারণ সংক্রান্ত সর্বশেষ গত এপ্রিলের তথ্য অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের মোট শেয়ারের মধ্যে সায়ান ফজলুর রহমানের হাতে রয়েছে ৩ কোটি ৮৬ লাখ শেয়ার, যা মোট শেয়ারের ২ দশমিক ১১ শতাংশ। প্রায় সমপরিমাণ শেয়ার কেনা সম্পন্ন হলে ব্যাংকটিতে সায়ান ফজলুর রহমানের শেয়ারের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হবে। 

আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম বর্তমানে গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত রোববার ব্যাংকটির শেয়ারের দাম ছিল ৮ টাকা ৮০ পয়সা। গত ফেব্রুয়ারিতে শেয়ারের দাম সর্বোচ্চ ১৫ টাকায় উঠেছিল। এরপর টানা পতনে তা নেমে আসে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর নিচে। 

আইএফআইসি ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধির পাশাপাশি এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত সালমান এফ রহমান ও সায়ান ফজলুর রহমানদের মালিকানায় থাকা বেক্সিমকো গ্রুপের অন্যান্য শেয়ারেরও দাম বেড়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি হলো—বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস। 

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে শাইনপুকুর সিরামিকসের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯ শতাংশ বা প্রায় ৩ টাকা বেড়ে হয়েছে ৩৬ টাকা। আর বেক্সিমকো ফার্মার প্রতিটি শেয়ারের দাম ৪ শতাংশ বা ৪ টাকা ৪০ পয়সা বেড়ে হয়েছে ১১১ টাকা। তবে বেক্সিমকো লিমিটেডের ওপর এখনো ফ্লোর প্রাইজ বা সর্বনিম্ন মূল্যস্তর আরোপ থাকায় এটির দামের কোনো হেরফের হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত