অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের শতবর্ষের রেকর্ড উচ্চতার শুল্কের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র, চীনসহ বেশির ভাগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্ধিত বাণিজ্য উত্তেজনা বিশ্ব প্রবৃদ্ধিকে আরও ধীর করবে।
আজ মঙ্গলবার সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করেছে আইএমএফ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি মাসের ৪ এপ্রিল পর্যন্ত পরিস্থিতির ভিত্তিতে তৈরি করা এই পূর্বাভাসে বিশ্ব প্রবৃদ্ধি ২০২৫ সালের জন্য ০ দশমিক ৫ শতাংশ কমিয়ে ২ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
এ ছাড়া, ২০২৪ ও ২০২৫ সালের জন্য জানুয়ারিতে দেওয়া ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে ৩ শতাংশ ও ২ দশমিক ৮ শতাংশ করেছে আইএমএফ।
বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধির প্রভাবে মুদ্রাস্ফীতিও প্রত্যাশার চেয়ে ধীরগতিতে কমবে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী গড় মুদ্রাস্ফীতি হবে ৪ দশমিক ৩ শতাংশ, আর ২০২৬ সালে তা নামবে ৩ দশমিক ৬ শতাংশে।
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ে গোঁরাসা সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করছি, যেখানে ৮০ বছর ধরে চলে আসা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা নতুনভাবে সাজানো হচ্ছে।’
পিয়ের অলিভিয়ে গোঁরাসা বলেন, এই শুল্ক ও বাণিজ্য উত্তেজনা কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ, চীন ও অন্যান্য অঞ্চলকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য উত্তেজনা আরও বাড়লে আর্থিক বাজার অস্থির হবে, যা বিনিয়োগ ও পণ্যের উৎস নির্বাচন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি করবে।
বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধির পূর্বাভাসও বড়োসড়োভাবে কমানো হয়েছে। ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি হবে মাত্র ১ দশমিক ৭ শতাংশ, যা ২০২৪ সালের তুলনায় অর্ধেক।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ শুল্কের ফলে এই দুই বৃহৎ অর্থনীতির মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যার প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্যে।
তবে এখন পর্যন্ত ডলারের বাজারে বড় ধস দেখা যায়নি। পিয়ের অলিভিয়ে গোঁরাসা বলেন, ‘আমরা এখনো কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখছি না। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে আমরা এখনো উদ্বিগ্ন নই।’
তবে তিনি স্বীকার করেন, যদি এই বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চয়তা চলতে থাকে, তাহলে দীর্ঘ মেয়াদে বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ বছরে গড় প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ, যা ২০০০-১৯ সময়কালের ৩ দশমিক ৭ শতাংশ গড় থেকে অনেকটাই কম।
বিশ্ব বাণিজ্যব্যবস্থায় স্থিরতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আইএমএফ বলেছে, নির্ভরযোগ্য ও পরিষ্কার বাণিজ্য কাঠামো পুনঃপ্রতিষ্ঠা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএমএফ বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৫ শতাংশ কমিয়ে ১ দশমিক ৭ শতাংশ করেছে, যা ২০২৪ সালের প্রবৃদ্ধির অর্ধেক। এটি বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান খণ্ডনকেই প্রতিফলিত করে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্রভাবে শুল্ক বৃদ্ধির ফলে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক কমে যাবে বলে জানান গুরিনচাস। তিনি যোগ করেন, এটি বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধিকে টেনে নামাচ্ছে।
বাণিজ্য অব্যাহত থাকলেও এর খরচ বেশি হবে এবং এটি কম কার্যকর হবে। বিনিয়োগ এবং পণ্য ও যন্ত্রাংশ সংগ্রহের ক্ষেত্রে বিভ্রান্তি ও অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি রয়টার্সকে বলেন, যেকোনো রূপে বাণিজ্য ব্যবস্থার পূর্বাভাসযোগ্যতা ও স্পষ্টতা পুনরুদ্ধার করা একেবারে জরুরি।
মার্কিন প্রবৃদ্ধি হ্রাস, মুদ্রাস্ফীতি বৃদ্ধি
নীতিগত অনিশ্চয়তা এবং বাণিজ্য উত্তেজনার কথা উল্লেখ করে আইএমএফ ২০২৫ সালে মার্কিন প্রবৃদ্ধির পূর্বাভাস ০ দশমিক ৯ শতাংশ কমিয়ে ১ দশমিক ৮ শতাংশ করেছে, যা ২০২৪ সালের ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি থেকে পুরো ১ শতাংশ কম এবং ২০২৬ সালে ০ দশমিক ৪ শতাংশ কমিয়ে ১ দশমিক ৭ শতাংশ করেছে।
গোঁরাসা সাংবাদিকদের বলেন, আইএমএফ যুক্তরাষ্ট্রে মন্দা দেখছে না, তবে অর্থনৈতিক নিম্নগামিতার সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। আইএমএফ শুল্ক এবং পরিষেবা খাতের অন্তর্নিহিত শক্তির কারণে ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মুদ্রাস্ফীতি ৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছে, যা জানুয়ারিতে তাদের পূর্বাভাসের চেয়ে ১ শতাংশ বেশি।
এর অর্থ হলো, ফেডারেল রিজার্ভকে মুদ্রাস্ফীতির প্রত্যাশা ধরে রাখার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। গোঁরাসা বলেন, অনেক আমেরিকান এখনো কোভিড মহামারির সময় হওয়া মুদ্রাস্ফীতির উল্লম্ফনে আতঙ্কিত।
হোয়াইট হাউস কর্তৃক ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অপসারণের যেকোনো পদক্ষেপের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গোঁরাসা বলেন, মুদ্রাস্ফীতি মোকাবিলায় তাদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বাধীন থাকতে পারা খুবই জরুরি।
মার্কিন প্রেসিডেন্ট পাওয়েলের ওপর তাঁর আক্রমণ তীব্র করার সঙ্গে সঙ্গে সোমবার মার্কিন শেয়ারবাজারে তীব্র পতন ঘটে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। তবে মঙ্গলবার শেয়ারবাজারের শুরু ছিল ঊর্ধ্বমুখী।
ট্রাম্পের শুল্কে মার্কিন প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর প্রবৃদ্ধির পূর্বাভাসও কমেছে। আইএমএফ পূর্বাভাস দিয়েছে, কানাডার অর্থনীতি ২০২৫ সালে ১ দশমিক ৪ শতাংশ এবং ২০২৬ সালে ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে, যেখানে জানুয়ারিতে উভয় বছরের জন্য ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
তারা পূর্বাভাস দিয়েছে, মেক্সিকো শুল্ক দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রবৃদ্ধি ২০২৫ সালে ০ দশমিক ৩ শতাংশে নেমে আসবে, যা জানুয়ারির পূর্বাভাস থেকে তীব্র ১ দশমিক ৭ শতাংশ হ্রাস, ২০২৬ সালে ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধিতে পুনরুদ্ধারের আগে।
ইউরোপ ও এশিয়ায় কম প্রবৃদ্ধি
আইএমএফ পূর্বাভাস দিয়েছে, ইউরোপ অঞ্চলের প্রবৃদ্ধি ২০২৫ সালে ০ দশমিক ৮ শতাংশ এবং ২০২৬ সালে ১ দশমিক ২ শতাংশ ধীর হবে। উভয় পূর্বাভাসই জানুয়ারি থেকে প্রায় ০ দশমিক ২ শতাংশ কম। তবে স্পেন ব্যতিক্রম। ২০২৫ সালে দেশটির ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের চেয়ে ০ দশমিক ২ শতাংশ ঊর্ধ্বমুখী।
প্রতিবাদী শক্তির মধ্যে রয়েছে ক্রমবর্ধমান মজুরি এবং জার্মানির ‘ঋণ ব্রেকে’ বড় ধরনের পরিবর্তনের পর প্রত্যাশিত আর্থিক শিথিলতার কারণে শক্তিশালী ভোগ। আইএমএফ ২০২৫ সালে জার্মানির প্রবৃদ্ধির পূর্বাভাস ০ দশমিক ৩ শতাংশ কমিয়ে শূন্য শতাংশ এবং ২০২৬ সালে ০ দশমিক ২ শতাংশ কমিয়ে ০ দশমিক ৯ শতাংশ করেছে।
ব্রিটেনের প্রবৃদ্ধি ২০২৫ সালে ১ দশমিক ১ শতাংশে পৌঁছাবে, যা জানুয়ারির পূর্বাভাসের চেয়ে ০ দশমিক ৫ শতাংশ কম। আর ২০২৬ সালে ১ দশমিক ৪ শতাংশের সামান্য বৃদ্ধি পাবে। সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপ, বেশি গিল্ট রিটার্ন এবং দুর্বল বেসরকারি ভোগ মূল্যায়ন করে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাণিজ্য উত্তেজনা এবং ট্রাম্পের শুল্কের কারণে ২০২৫ সালে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি জানুয়ারির পূর্বাভাসের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। যেখানে আগে ০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলা হয়েছিল।
চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস ২০২৫ এবং ২০২৬ সালের জন্য ৪ শতাংশে কমিয়ে আনা হয়েছে, যা জানুয়ারির পূর্বাভাস থেকে যথাক্রমে ০ দশমিক ৬ শতাংশ এবং ০ দশমিক ৫ শতাংশ কম।
গোঁরাসা বলেন, রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীনের ওপর শুল্কের প্রভাব ২০২৫ সালে প্রায় ১ দশমিক ৩ শতাংশ, তবে শক্তিশালী আর্থিক ব্যবস্থার কারণে তা পুষিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের শতবর্ষের রেকর্ড উচ্চতার শুল্কের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র, চীনসহ বেশির ভাগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্ধিত বাণিজ্য উত্তেজনা বিশ্ব প্রবৃদ্ধিকে আরও ধীর করবে।
আজ মঙ্গলবার সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করেছে আইএমএফ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি মাসের ৪ এপ্রিল পর্যন্ত পরিস্থিতির ভিত্তিতে তৈরি করা এই পূর্বাভাসে বিশ্ব প্রবৃদ্ধি ২০২৫ সালের জন্য ০ দশমিক ৫ শতাংশ কমিয়ে ২ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
এ ছাড়া, ২০২৪ ও ২০২৫ সালের জন্য জানুয়ারিতে দেওয়া ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে ৩ শতাংশ ও ২ দশমিক ৮ শতাংশ করেছে আইএমএফ।
বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধির প্রভাবে মুদ্রাস্ফীতিও প্রত্যাশার চেয়ে ধীরগতিতে কমবে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী গড় মুদ্রাস্ফীতি হবে ৪ দশমিক ৩ শতাংশ, আর ২০২৬ সালে তা নামবে ৩ দশমিক ৬ শতাংশে।
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ে গোঁরাসা সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করছি, যেখানে ৮০ বছর ধরে চলে আসা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা নতুনভাবে সাজানো হচ্ছে।’
পিয়ের অলিভিয়ে গোঁরাসা বলেন, এই শুল্ক ও বাণিজ্য উত্তেজনা কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ, চীন ও অন্যান্য অঞ্চলকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য উত্তেজনা আরও বাড়লে আর্থিক বাজার অস্থির হবে, যা বিনিয়োগ ও পণ্যের উৎস নির্বাচন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি করবে।
বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধির পূর্বাভাসও বড়োসড়োভাবে কমানো হয়েছে। ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি হবে মাত্র ১ দশমিক ৭ শতাংশ, যা ২০২৪ সালের তুলনায় অর্ধেক।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ শুল্কের ফলে এই দুই বৃহৎ অর্থনীতির মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যার প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্যে।
তবে এখন পর্যন্ত ডলারের বাজারে বড় ধস দেখা যায়নি। পিয়ের অলিভিয়ে গোঁরাসা বলেন, ‘আমরা এখনো কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখছি না। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে আমরা এখনো উদ্বিগ্ন নই।’
তবে তিনি স্বীকার করেন, যদি এই বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চয়তা চলতে থাকে, তাহলে দীর্ঘ মেয়াদে বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ বছরে গড় প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ, যা ২০০০-১৯ সময়কালের ৩ দশমিক ৭ শতাংশ গড় থেকে অনেকটাই কম।
বিশ্ব বাণিজ্যব্যবস্থায় স্থিরতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আইএমএফ বলেছে, নির্ভরযোগ্য ও পরিষ্কার বাণিজ্য কাঠামো পুনঃপ্রতিষ্ঠা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএমএফ বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৫ শতাংশ কমিয়ে ১ দশমিক ৭ শতাংশ করেছে, যা ২০২৪ সালের প্রবৃদ্ধির অর্ধেক। এটি বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান খণ্ডনকেই প্রতিফলিত করে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্রভাবে শুল্ক বৃদ্ধির ফলে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক কমে যাবে বলে জানান গুরিনচাস। তিনি যোগ করেন, এটি বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধিকে টেনে নামাচ্ছে।
বাণিজ্য অব্যাহত থাকলেও এর খরচ বেশি হবে এবং এটি কম কার্যকর হবে। বিনিয়োগ এবং পণ্য ও যন্ত্রাংশ সংগ্রহের ক্ষেত্রে বিভ্রান্তি ও অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি রয়টার্সকে বলেন, যেকোনো রূপে বাণিজ্য ব্যবস্থার পূর্বাভাসযোগ্যতা ও স্পষ্টতা পুনরুদ্ধার করা একেবারে জরুরি।
মার্কিন প্রবৃদ্ধি হ্রাস, মুদ্রাস্ফীতি বৃদ্ধি
নীতিগত অনিশ্চয়তা এবং বাণিজ্য উত্তেজনার কথা উল্লেখ করে আইএমএফ ২০২৫ সালে মার্কিন প্রবৃদ্ধির পূর্বাভাস ০ দশমিক ৯ শতাংশ কমিয়ে ১ দশমিক ৮ শতাংশ করেছে, যা ২০২৪ সালের ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি থেকে পুরো ১ শতাংশ কম এবং ২০২৬ সালে ০ দশমিক ৪ শতাংশ কমিয়ে ১ দশমিক ৭ শতাংশ করেছে।
গোঁরাসা সাংবাদিকদের বলেন, আইএমএফ যুক্তরাষ্ট্রে মন্দা দেখছে না, তবে অর্থনৈতিক নিম্নগামিতার সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। আইএমএফ শুল্ক এবং পরিষেবা খাতের অন্তর্নিহিত শক্তির কারণে ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মুদ্রাস্ফীতি ৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছে, যা জানুয়ারিতে তাদের পূর্বাভাসের চেয়ে ১ শতাংশ বেশি।
এর অর্থ হলো, ফেডারেল রিজার্ভকে মুদ্রাস্ফীতির প্রত্যাশা ধরে রাখার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। গোঁরাসা বলেন, অনেক আমেরিকান এখনো কোভিড মহামারির সময় হওয়া মুদ্রাস্ফীতির উল্লম্ফনে আতঙ্কিত।
হোয়াইট হাউস কর্তৃক ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অপসারণের যেকোনো পদক্ষেপের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গোঁরাসা বলেন, মুদ্রাস্ফীতি মোকাবিলায় তাদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বাধীন থাকতে পারা খুবই জরুরি।
মার্কিন প্রেসিডেন্ট পাওয়েলের ওপর তাঁর আক্রমণ তীব্র করার সঙ্গে সঙ্গে সোমবার মার্কিন শেয়ারবাজারে তীব্র পতন ঘটে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। তবে মঙ্গলবার শেয়ারবাজারের শুরু ছিল ঊর্ধ্বমুখী।
ট্রাম্পের শুল্কে মার্কিন প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর প্রবৃদ্ধির পূর্বাভাসও কমেছে। আইএমএফ পূর্বাভাস দিয়েছে, কানাডার অর্থনীতি ২০২৫ সালে ১ দশমিক ৪ শতাংশ এবং ২০২৬ সালে ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে, যেখানে জানুয়ারিতে উভয় বছরের জন্য ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
তারা পূর্বাভাস দিয়েছে, মেক্সিকো শুল্ক দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রবৃদ্ধি ২০২৫ সালে ০ দশমিক ৩ শতাংশে নেমে আসবে, যা জানুয়ারির পূর্বাভাস থেকে তীব্র ১ দশমিক ৭ শতাংশ হ্রাস, ২০২৬ সালে ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধিতে পুনরুদ্ধারের আগে।
ইউরোপ ও এশিয়ায় কম প্রবৃদ্ধি
আইএমএফ পূর্বাভাস দিয়েছে, ইউরোপ অঞ্চলের প্রবৃদ্ধি ২০২৫ সালে ০ দশমিক ৮ শতাংশ এবং ২০২৬ সালে ১ দশমিক ২ শতাংশ ধীর হবে। উভয় পূর্বাভাসই জানুয়ারি থেকে প্রায় ০ দশমিক ২ শতাংশ কম। তবে স্পেন ব্যতিক্রম। ২০২৫ সালে দেশটির ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের চেয়ে ০ দশমিক ২ শতাংশ ঊর্ধ্বমুখী।
প্রতিবাদী শক্তির মধ্যে রয়েছে ক্রমবর্ধমান মজুরি এবং জার্মানির ‘ঋণ ব্রেকে’ বড় ধরনের পরিবর্তনের পর প্রত্যাশিত আর্থিক শিথিলতার কারণে শক্তিশালী ভোগ। আইএমএফ ২০২৫ সালে জার্মানির প্রবৃদ্ধির পূর্বাভাস ০ দশমিক ৩ শতাংশ কমিয়ে শূন্য শতাংশ এবং ২০২৬ সালে ০ দশমিক ২ শতাংশ কমিয়ে ০ দশমিক ৯ শতাংশ করেছে।
ব্রিটেনের প্রবৃদ্ধি ২০২৫ সালে ১ দশমিক ১ শতাংশে পৌঁছাবে, যা জানুয়ারির পূর্বাভাসের চেয়ে ০ দশমিক ৫ শতাংশ কম। আর ২০২৬ সালে ১ দশমিক ৪ শতাংশের সামান্য বৃদ্ধি পাবে। সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপ, বেশি গিল্ট রিটার্ন এবং দুর্বল বেসরকারি ভোগ মূল্যায়ন করে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাণিজ্য উত্তেজনা এবং ট্রাম্পের শুল্কের কারণে ২০২৫ সালে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি জানুয়ারির পূর্বাভাসের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। যেখানে আগে ০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলা হয়েছিল।
চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস ২০২৫ এবং ২০২৬ সালের জন্য ৪ শতাংশে কমিয়ে আনা হয়েছে, যা জানুয়ারির পূর্বাভাস থেকে যথাক্রমে ০ দশমিক ৬ শতাংশ এবং ০ দশমিক ৫ শতাংশ কম।
গোঁরাসা বলেন, রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীনের ওপর শুল্কের প্রভাব ২০২৫ সালে প্রায় ১ দশমিক ৩ শতাংশ, তবে শক্তিশালী আর্থিক ব্যবস্থার কারণে তা পুষিয়ে গেছে।
বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তনজনিত অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে নতুন বিনিয়োগ আসছে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে তাদের নতুন সদস্য হয়েছে ১২৮টি কারখানা।
২৫ মিনিট আগেনতুন অর্থবছরের উন্নয়ন বাজেট আর চওড়া নয়, বরং বাস্তবতার জমিনে দাঁড়িয়ে গড়া—এই বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের আসন্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত এডিপির আকার ধরা হচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩৫ হাজার কোটি কম। রাজস্ব ঘাটতি, বৈদেশিক ঋণের...
১ ঘণ্টা আগেঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ ২০২২-৩৫) নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ এবার প্রকাশ্যে এসেছে গৃহায়ণ ও সংযোগ শিল্পের পক্ষ থেকে। নতুন এই ড্যাপের ফলে রাজধানীকেন্দ্রিক আবাসন খাত কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ঢেউ গিয়ে লেগেছে নির্মাণসংশ্লিষ্ট প্রায় সব শিল্পে। রিহ্যাবসহ একাধিক শিল্প সংগঠনের নেতারা বলছেন...
১ ঘণ্টা আগেঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষ্যে দেশের জনপ্রিয় ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ আয়োজন করে বিশেষ র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন একটি রয়েল এনফিল্ড বাইক, যা ছিল র্যাফেল ড্র’টির মূল আকর্ষণ।
২ ঘণ্টা আগে