আসাদুজ্জামান নূর, ঢাকা
গত তিন বছরের মধ্যে দুই বছরে বড় অঙ্কের লোকসান গুনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না নিয়মিত। দর বাড়তে পারে এমন কোনো ইতিবাচক তথ্যও নেই। তার পরও শেয়ারদর বাড়ছে লাগামহীনভাবে। প্রায় পাঁচ মাসে দুর্বল ও স্বল্প মূলধনি কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২৭ শতাংশের বেশি। এমন অস্বাভাবিক দর বাড়ায় কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা বেড়েছে। বিনিয়োগকারীদের এ ধরনের অস্থিরতা পুঁজিবাজারের জন্য ইতিবাচক নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গত বৃহস্পতিবার লেনদেন শেষে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর দাঁড়িয়েছে ১২৭ টাকা ৮০ পয়সায়। অথচ গত ১ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৯ টাকা। অর্থাৎ ৫ মাস ১০ দিনের মাথায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮৮ টাকা ৮০ পয়সা বা ২২৭ দশমিক ৬৯ শতাংশ।
শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে গত মে মাসের শেষ দিকে নোটিশ পাঠিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে। কোম্পানির বক্তব্য প্রকাশের দিন, অর্থাৎ ২৩ মে তারিখেও শেয়ারটির দাম ছিল ৯০ টাকা ৩০ পয়সা। এর পরও দর বেড়েছে। তবে ডিএসই বা কোম্পানির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
এমন মূল্যবৃদ্ধিতে অস্থিরতা বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। কারসাজি করে লোকসানি কোম্পানিটির শেয়ারদর বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক বিনিয়োগকারী। এ বিষয়ে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, লোকসানি কোম্পানি, বিনিয়োগকারীদের ঠিকমতো লভ্যাংশ দেয় না; এর আগে যা দিয়েছে, তা খুবই সামান্য। প্রত্যাশা পূরণ হয়নি। এসব শেয়ারের দাম যখন এভাবে বেড়ে যায়, তখন বিনিয়োগকারীদের লোকসানের আশঙ্কা বাড়ে। অনেক বিনিয়োগকারী উঁচু দরে শেয়ার কিনে সর্বস্বান্ত হন।
অস্বাভাবিক শেয়ারদর বাড়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিনিয়োগকারীদের প্রতিনিধি কাজী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কোনো শেয়ারের দাম দ্বিগুণ হলেই সেটার ট্রেডিং স্থগিত রেখে নিয়ন্ত্রক সংস্থার উচিত তদন্ত করে দেখা। কারসাজি হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিনিয়োগকারীদের মতোই শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কারসাজির আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যে কোম্পানির স্বাস্থ্য ভালো নয়, পরিচালনা পর্ষদ ভালো নয়, সেই শেয়ারের দর কীভাবে বাড়ে, তা আমার বোধে আসে না। এগুলো সিন্ডিকেট ট্রেডিং করে বাড়ানো হয়। কিছু অসাধু ও কথিত বিনিয়োগকারী এবং সুবিধাভোগী কোম্পানি-সংশ্লিষ্টরা এগুলোর সঙ্গে জড়িত থাকে। শুধু লিগ্যাসি ফুটওয়্যার নয়, এ রকম আরও অসংখ্য কোম্পানি রয়েছে। এসব বাজারে অস্থিরতা সৃষ্টি করে, যা মোটেও কল্যাণকর নয়।’
এসব বিষয়ে জানতে কোম্পানি সচিব আব্দুল বাতেন ভূঁইয়ার মোবাইল নম্বরে বারবার ফোন করলেও তিনি সাড়া দেননি। পরে তাঁর মোবাইলে খুদে বার্তা ও ই-মেইলে প্রশ্ন রাখা হলেও জবাব পাওয়া যায়নি।
এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখছে কমিশন। দর বাড়ানোর ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে কোম্পানি বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত তিন বছরের মধ্যে দুই বছরে বড় অঙ্কের লোকসান গুনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না নিয়মিত। দর বাড়তে পারে এমন কোনো ইতিবাচক তথ্যও নেই। তার পরও শেয়ারদর বাড়ছে লাগামহীনভাবে। প্রায় পাঁচ মাসে দুর্বল ও স্বল্প মূলধনি কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২৭ শতাংশের বেশি। এমন অস্বাভাবিক দর বাড়ায় কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা বেড়েছে। বিনিয়োগকারীদের এ ধরনের অস্থিরতা পুঁজিবাজারের জন্য ইতিবাচক নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গত বৃহস্পতিবার লেনদেন শেষে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর দাঁড়িয়েছে ১২৭ টাকা ৮০ পয়সায়। অথচ গত ১ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৯ টাকা। অর্থাৎ ৫ মাস ১০ দিনের মাথায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮৮ টাকা ৮০ পয়সা বা ২২৭ দশমিক ৬৯ শতাংশ।
শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে গত মে মাসের শেষ দিকে নোটিশ পাঠিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে। কোম্পানির বক্তব্য প্রকাশের দিন, অর্থাৎ ২৩ মে তারিখেও শেয়ারটির দাম ছিল ৯০ টাকা ৩০ পয়সা। এর পরও দর বেড়েছে। তবে ডিএসই বা কোম্পানির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
এমন মূল্যবৃদ্ধিতে অস্থিরতা বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। কারসাজি করে লোকসানি কোম্পানিটির শেয়ারদর বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক বিনিয়োগকারী। এ বিষয়ে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, লোকসানি কোম্পানি, বিনিয়োগকারীদের ঠিকমতো লভ্যাংশ দেয় না; এর আগে যা দিয়েছে, তা খুবই সামান্য। প্রত্যাশা পূরণ হয়নি। এসব শেয়ারের দাম যখন এভাবে বেড়ে যায়, তখন বিনিয়োগকারীদের লোকসানের আশঙ্কা বাড়ে। অনেক বিনিয়োগকারী উঁচু দরে শেয়ার কিনে সর্বস্বান্ত হন।
অস্বাভাবিক শেয়ারদর বাড়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিনিয়োগকারীদের প্রতিনিধি কাজী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কোনো শেয়ারের দাম দ্বিগুণ হলেই সেটার ট্রেডিং স্থগিত রেখে নিয়ন্ত্রক সংস্থার উচিত তদন্ত করে দেখা। কারসাজি হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিনিয়োগকারীদের মতোই শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কারসাজির আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যে কোম্পানির স্বাস্থ্য ভালো নয়, পরিচালনা পর্ষদ ভালো নয়, সেই শেয়ারের দর কীভাবে বাড়ে, তা আমার বোধে আসে না। এগুলো সিন্ডিকেট ট্রেডিং করে বাড়ানো হয়। কিছু অসাধু ও কথিত বিনিয়োগকারী এবং সুবিধাভোগী কোম্পানি-সংশ্লিষ্টরা এগুলোর সঙ্গে জড়িত থাকে। শুধু লিগ্যাসি ফুটওয়্যার নয়, এ রকম আরও অসংখ্য কোম্পানি রয়েছে। এসব বাজারে অস্থিরতা সৃষ্টি করে, যা মোটেও কল্যাণকর নয়।’
এসব বিষয়ে জানতে কোম্পানি সচিব আব্দুল বাতেন ভূঁইয়ার মোবাইল নম্বরে বারবার ফোন করলেও তিনি সাড়া দেননি। পরে তাঁর মোবাইলে খুদে বার্তা ও ই-মেইলে প্রশ্ন রাখা হলেও জবাব পাওয়া যায়নি।
এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখছে কমিশন। দর বাড়ানোর ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে কোম্পানি বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবহন খাতে কার্বন নির্গমন কমানোর সম্ভাবনাময় সমাধান হিসেবে বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিওলাইনার অরিজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার তুরস্কের তুজলা বন্দরে প্রথমবারের মতো ১৩৬ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ এ পরিবেশবান্ধব জাহাজটি পানিতে ভাসানো হয়।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। কিন্তু তারপরও দেশটি প্রতিদিন বিপুল পরিমাণ তেল আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য। কিন্তু দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডা থাকা যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এই তালিকায় আছে জ্
৭ ঘণ্টা আগেভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায়...
৯ ঘণ্টা আগেকাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১৯ ঘণ্টা আগে