নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ছিল ঊর্ধ্বমুখী ধারা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। আগের দিন যা ছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসেবে আগের দিনের চেয়ে ডিএসইতে লেনেদেনের পরিমাণ বেড়েছে ১৯৬ কোটি ২৭ লাখ টাকা। তবে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৫ কোটি টাকা।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সূচকটি ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, দাম কমেছে ১৪৭টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত ছিল।
জানা গেছে, আজ ডিএসইতে লেনদনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মূলত বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বেড়েছে। দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৫০টি বিমা কোম্পানির মধ্যে ৪৩টিই দাম বেড়েছে, আর দাম কমেছে ৪টির। এছাড়া মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ দাম দাম বৃদ্ধি পাওয়া ১০টি প্রতিষ্ঠানের ৭টিই ছিল বিমা প্রতিষ্ঠান।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৫২ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড, রবি, ম্যাকসন স্পিনিং, সিটি জেনারেল ইনস্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্স।
এদিকে, মঙ্গলবার দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে, দাম কমেছে ১০৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ছিল ঊর্ধ্বমুখী ধারা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। আগের দিন যা ছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসেবে আগের দিনের চেয়ে ডিএসইতে লেনেদেনের পরিমাণ বেড়েছে ১৯৬ কোটি ২৭ লাখ টাকা। তবে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৫ কোটি টাকা।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সূচকটি ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, দাম কমেছে ১৪৭টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত ছিল।
জানা গেছে, আজ ডিএসইতে লেনদনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মূলত বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বেড়েছে। দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৫০টি বিমা কোম্পানির মধ্যে ৪৩টিই দাম বেড়েছে, আর দাম কমেছে ৪টির। এছাড়া মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ দাম দাম বৃদ্ধি পাওয়া ১০টি প্রতিষ্ঠানের ৭টিই ছিল বিমা প্রতিষ্ঠান।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৫২ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড, রবি, ম্যাকসন স্পিনিং, সিটি জেনারেল ইনস্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্স।
এদিকে, মঙ্গলবার দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে, দাম কমেছে ১০৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত ছিল।
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
৭ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় রপ্তানি...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।
১৭ ঘণ্টা আগেপুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল বা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে (সিএমএসএফ) কেন্দ্রীয় লভ্যাংশ বিতরণকারী সংস্থা বা ‘ডিভিডেন্ড হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির আইনগত ভিত্তি জোরদার করা এবং কার্যপরিধি বাড়ানোর প্রক্রিয়া চলছে।
১৭ ঘণ্টা আগে