Ajker Patrika

মহামারিতেও বাংলাদেশ-কোরিয়া রেকর্ড বাণিজ্য

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মহামারিতেও বাংলাদেশ-কোরিয়া রেকর্ড বাণিজ্য

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রেকর্ড বাণিজ্য হয়েছে। ২০২১ সালে এ বাণিজ্য ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, এ বছর কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। কোরিয়া ট্রেড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুসারে, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ দশমিক ৬ শতাংশ বেশি। যেখানে একই সময় গত বছর বাণিজ্য ছিল ১৩০ কোটি ডলার। 

 ২০২০ সালে বাংলাদেশের রপ্তানি ৩৯ কোটি ডলার থেকে এ বছর একই সময় ৪৯ কোটি ডলারে পৌঁছায়। সে হিসাবে এ সময় বাংলাদেশের রপ্তানি ৩৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। আর কোরিয়ার রপ্তানি ২০২০ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০০ কোটি থেকে এ বছর একই সময় দেড় শ কোটি ডলারে পৌঁছেছে। অর্থাৎ রপ্তানি বেড়েছে ৬১ দশমিক ৯ শতাংশ। 

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০১১ সালে ১৮৭ কোটি ডলারে উন্নীত হওয়ার পর প্রায় এক দশক ধরে ১৬০ কোটি ডলারের নিচে ছিল। কোরিয়াতে বাংলাদেশের রপ্তানি, যা ২০০৭ সালে ১০ কোটি ডলার এবং ২০১১ সালে ২০ কোটি ডলারে পৌঁছেছিল। ২০১৩ সালে এটি ৩০ কোটি ডলারের ওপরে পৌঁছানোর পরে স্থবির হয়ে যায়। তবে, করোনা মহামারি সত্ত্বেও কোরিয়াতে বাংলাদেশের রপ্তানি ২০১৯ সালে ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। এটি চলতি বছরের শেষ নাগাদ ৫০ কোটি ডলারের বেশি হবে বলে আশা করা হচ্ছে। 

কোরিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে-তৈরি পোশাক, খেলাধুলা ও অবকাশযাপনের সামগ্রী এবং ব্রোঞ্জ স্ক্র্যাপ। কোরিয়ায় মোট রপ্তানির ৮১ শতাংশে হয় তৈরি পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যেখানে খেলাধুলা এবং অবকাশকালীন আইটেম ৯২ শতাংশ বেড়েছে। ব্রোঞ্জ স্ক্র্যাপ রপ্তানি বেড়েছে ১৭৫ শতাংশ। 

বাংলাদেশে কোরিয়ার রপ্তানি ২০১১ সালে ছিল ১৬৩ কোটি ডলার। যা বহু বছর ধরে প্রায় ১২০ কোটি ডলারে থেমে ছিল। ২০২০ সালে তা ১০০ কোটি ডলারে নেমে এসেছিল। তবে এই বছরের শেষের দিকে ২০১১ সালের রপ্তানিকে অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে কোরিয়ার প্রধান রপ্তানি পণ্য হচ্ছে-যন্ত্রপাতি, বায়োকেমিক্যাল পণ্য, ইস্পাত ও কীটনাশক। যন্ত্রপাতি ১০৭ শতাংশ, বায়োকেমিক্যাল পণ্য ৬৪ দশমিক ২ শতাংশ, ইস্পাত ৪৫ দশমিক ৭ শতাংশ এবং কীটনাশক রপ্তানি ৬৮ শতাংশ বেড়েছে। 

কোরিয়া রাষ্ট্রদূত লি জাং-গুণ বলেন, ‘এই বছরটি করোনা মহামারির চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ নিদর্শন রাখবে এবং আশা করি, আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে।’ 

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ব্যবসায়িক খাত বাংলাদেশের সঙ্গে কোরিয়ার অগ্রাধিকারমূলক বাণিজ্যনীতির সুবিধা নেবে। 

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ২০০৮ সাল থেকে ৯৫ শতাংশ পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত