Ajker Patrika

পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

দিন শেষে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। এদিন বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা। প্রধান সূচক বৃদ্ধি পায় ২৩ দশমিক ৫৭ পয়েন্ট।

জানা গেছে, ডিএসইতে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গতকাল থেকে ৩৭ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৮ টির, দর কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি শেয়ার দর।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ১৮৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক সাত পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে মোট ৩৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত