Ajker Patrika

শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগ দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক এই সম্মেলন আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে।

আজ বুধবার বিকেলে সম্মেলন আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক জায়েদা শারমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম, মূল বক্তা হিসেবে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক রওনক জাহান উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ এম সরোয়ার উদ্দিন চৌধুরী।

জায়েদা শারমিন বলেন, সম্মেলনে দুটি প্ল্যানারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি আটটি দেশের গবেষকদের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকেরা অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানান জায়েদা শারমিন। তিনি বলেন, গবেষকেরা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কারপ্রক্রিয়া ও বিভিন্ন পলিসি সুপারিশ করবেন। সরকার এবং উন্নয়ন সংস্থার জন্য বাস্তবসম্মত পরামর্শও দেবেন তাঁরা। এতে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত থাকার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত