Ajker Patrika

পুতুলকে নিয়ে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার সেই যুবক রিমান্ডে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুবক রুমন সরকার রনিকে (২১) দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস এ আদেশ দেন।

এর আগে গত ২৯ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারেকুল তৌফিক মামলা সুষ্ঠু তদন্তের জন্য ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

রুমন সরকার রনি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। 

বুধবার দুপুর ২টার দিকে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এর আগে গত ২৫ জুন রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল পরের দিন রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ / ৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার দিনেই সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ পৌর বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।’ 

আসামিকে অন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এম এ আজিজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত