Ajker Patrika

পলাশবাড়ীতে বাসচাপায় ৩ যুবক নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৩: ৫৬
পলাশবাড়ীতে বাসচাপায় ৩ যুবক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় তিন যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন সবজিচাষি তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫)।  

নিহত তাজু রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে,  সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ‘নিউ সাফা’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড়ে যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। এ সময় আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। নিহতরা অটোরিকশায় করে সবজি নিয়ে পলাশবাড়ীর মহেশপুরের সবজিহাটে আসছিলেন। 

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. প্রশান্ত পাল চৌধুরী সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রূপ কুমার জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত