পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের আড়াই মাস পর রাশেদ শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের পারিবারিক কবর থেকে রাশেদ শেখের মরদেহ উত্তোলন করা হয়। রাশেদ শেখ ওই গ্রামের আনোয়ারুল শেখের ছেলে।
স্বজনদের অভিযোগ, ওই গ্রামের হজরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও রাশেদ শেখ দুজন মিলে একটি মোবাইল ফোন ক্রয় করে। এরপর একই মেয়ের সঙ্গে দুজনের প্রেম-ভালোবাসার সৃষ্টি হয়। এরই জেরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে গত ৫ জুলাই রাত ৯টার দিকে রাশেদকে ডেকে নেয় সাজ্জাদ। এরপর কিলঘুষি ও শ্বাসরোধ করে রাশেদকে হত্যা করে। হত্যার বিষয়টি গোপন রেখে রাশেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাকে দাফন করা হয়। এতে নিহতের স্বজনদের সন্দেহ হলে আদালতে একটি হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে রাশেদের মরদেহ করব থেকে উত্তোলন করে প্রশাসন।
মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার বলেন, ওই কিশোরের মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার বড় ভাই তুহিন শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ও আদালতের নির্দেশে রোববার দুপুরে রাশেদ শেখের মরদেহ কবর থেকে উত্তোলন করে ফরেনসিক রিপোর্টের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের আড়াই মাস পর রাশেদ শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের পারিবারিক কবর থেকে রাশেদ শেখের মরদেহ উত্তোলন করা হয়। রাশেদ শেখ ওই গ্রামের আনোয়ারুল শেখের ছেলে।
স্বজনদের অভিযোগ, ওই গ্রামের হজরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও রাশেদ শেখ দুজন মিলে একটি মোবাইল ফোন ক্রয় করে। এরপর একই মেয়ের সঙ্গে দুজনের প্রেম-ভালোবাসার সৃষ্টি হয়। এরই জেরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে গত ৫ জুলাই রাত ৯টার দিকে রাশেদকে ডেকে নেয় সাজ্জাদ। এরপর কিলঘুষি ও শ্বাসরোধ করে রাশেদকে হত্যা করে। হত্যার বিষয়টি গোপন রেখে রাশেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাকে দাফন করা হয়। এতে নিহতের স্বজনদের সন্দেহ হলে আদালতে একটি হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে রাশেদের মরদেহ করব থেকে উত্তোলন করে প্রশাসন।
মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার বলেন, ওই কিশোরের মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার বড় ভাই তুহিন শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ও আদালতের নির্দেশে রোববার দুপুরে রাশেদ শেখের মরদেহ কবর থেকে উত্তোলন করে ফরেনসিক রিপোর্টের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতা–কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৯ মিনিট আগে