গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুরোনো উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামনে থেকে গণিকে গ্রেপ্তার করা হয়।
গণি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, ওই গৃহবধূ শুক্রবার ধান খেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারে ধান খেতে আওয়ামী লীগ নেতা গণি কাজ করছিল। এক পর্যায় গণি ওই প্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাঁদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ গণিকে গ্রেপ্তার করা হয়।
দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, এলাকাবাসী ও গৃহবধূর স্বামী বিষয়টি তাঁকে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুরোনো উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামনে থেকে গণিকে গ্রেপ্তার করা হয়।
গণি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, ওই গৃহবধূ শুক্রবার ধান খেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারে ধান খেতে আওয়ামী লীগ নেতা গণি কাজ করছিল। এক পর্যায় গণি ওই প্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাঁদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ গণিকে গ্রেপ্তার করা হয়।
দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, এলাকাবাসী ও গৃহবধূর স্বামী বিষয়টি তাঁকে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করেছে।
তখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
১৩ মিনিট আগে২০২৫ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের পর সারাদেশে যে ছাত্রআন্দোলন গড়ে ওঠে, তার ঢেউ লাগে সাতক্ষীরাতেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হুমকি-ধামকি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল করতেন।
২৬ মিনিট আগেমসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
৪৩ মিনিট আগেঅপরাধবিষয়ক সাংবাদিকতার কারণে আমাকে মাঝেমধ্যে হতাহতদের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যেতে হয়। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় এ কাজটি করার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। আহতদের আর্তচিৎকার এবং স্বজন বা আন্দোলনের সহকর্মীদের আহাজারির মধ্যে নিজেকে স্বাভাবিক রেখে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হয়েছে।
২ ঘণ্টা আগে