Ajker Patrika

বগুড়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি, নারীসহ যুবক কারাগারে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন আমিনুর রহমান নামের এক ভুক্তভোগী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিন (৩০) এবং দিনাজপুর সদর থানার শুরি বলতর গ্রামের সুমি আক্তার (২৬)।

মামলার বাদী জানান, ‘সুমি আক্তার আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সম্পর্ক করে। গতকাল মঙ্গলবার সুমি ও রবিউল কৌশলে আমাকে শিবগঞ্জের মহাবালা এলাকায় ডেকে আনে। সেখানে সুমি ও আমি দেখা করতে গেলে রবিউল একটি ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে। এ সময় সে আমাকে বলে, টাকা না দিলে তোকে গ্রেপ্তার করব। এমতাবস্থায় আমি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে রবিউল ও সুমিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত