Ajker Patrika

বগুড়ায় টিএমএসএসের দখল করা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধারে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২৩: ১৬
আজ বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। ছবি: সংগৃহীত
আজ বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। ছবি: সংগৃহীত

বগুড়ায় করতোয়া নদীর প্রায় ১৭ একর জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার আগপর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুন্সেফ ও আবু শাহমার নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সহায়তায় ঠেঙ্গামারা এলাকায় এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও নেসকো বগুড়া।

অভিযানে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) দখলে থাকা ভূমির ওপর গড়ে তোলা একটি গ্লাস ফ্যাক্টরিসহ ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে টিএমএসএসের অঙ্গপ্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরির কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে প্রায় ৯৩ শতাংশ জমি দখলমুক্ত হয়।

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিসিএল গ্লাস ফ্যাক্টরির অবৈধ অংশ নদীর জমিতে গড়ে তোলা হয়েছিল।

হোসনা আফরোজা বলেন, টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্রাবাস, অক্সিজেন প্ল্যান্ট ও শহীদ মিনারও নদীর জমিতে তৈরি করা হয়েছে। সেগুলোও ধাপে ধাপে উচ্ছেদ করা হবে।

ডিসি জানান, ১৯৯৪ সাল থেকে টিএমএসএস করতোয়া নদীর বিভিন্ন অংশে বর্জ্য ফেলে জমি দখল করতে থাকে। এ নিয়ে কয়েকবার ভূমি জরিপ হয়। তবে আগে কখনো জমি উদ্ধার করা যায়নি। সর্বশেষ গত ডিসেম্বরের জরিপে দেখা যায়, টিএমএসএস ১৬ দশমিক ৯৭ একর নদীর জমি অবৈধভাবে দখল করে রেখেছে। নদী কমিশনের জরিপেও একই তথ্য উঠে আসে।

এরপর ফেব্রুয়ারিতে টিএমএসএসকে অবৈধ দখল ছাড়ার নোটিশ দেওয়া হয়; কিন্তু দখল না ছেড়ে তারা আদালতে মামলা করে এবং একতরফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে দুই দফা শুনানির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মামলা খারিজ হলে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নদীর জমি কাউকে লিজ দেওয়ার অধিকার কারও নেই। নদীর জমি উদ্ধার কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত