Ajker Patrika

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত

গাইবান্ধা প্রতিনিধি
ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত

বগুড়া শহর থেকে ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—উপজেলার উত্তর-উল্যা গ্রামের রবিউল ইসলামের ছেলে রবি (১৪) ও আব্দুল আজিজ দুদুর মেয়ে শান্তা (৩৫)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন। আর আহতরা হলেন—আশরাফুল ইসলামের মেয়ে রূম্পা (১৪), আব্দুল আজিজ দুদু (৬০) ও তাঁর স্ত্রী। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বগুড়া শহর থেকে ঈদের কেনাকাটা করে একই পরিবারের পাঁচ সদস্য সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ি উত্তর উল্যা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে সাঘাটা-গাইবান্ধা মহাসড়কের সাঘাটা বিলবস্তা নামক স্থানে অটোরিকশাটি রাস্তার ধারে রাখা রাস্তা সংস্কারের প্লান মেশিনকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আহত তিনজনের অবস্থার অবনতি হলে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের লোকজনের কোনো ধরনের অভিযোগ না থাকায় ভোরে লাশ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত