নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আব্দুর রহমান ঢাকায় থাকেন। ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি রাজশাহী এসেছেন। কিন্তু আসার সময় ট্রেন দেরি করায় পরীক্ষায় আর অংশ নিতে পারেননি।
ট্রেন বিলম্বের কারণে আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারেননি বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হয়। কিন্তু ট্রেন এসে পৌঁছায় চার ঘণ্টা বিলম্বে। কেন্দ্রে পৌঁছাতেই পরীক্ষার আধা ঘণ্টা পেরিয়ে গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছার কথা ছিল শুক্রবার ভোর ৬টায়। কিন্তু চার ঘণ্টা বিলম্বে ট্রেন এসেছে ১০টার দিকে। এই ট্রেনে আসা পরীক্ষার্থী আবদুর রহমানের দাবি, তাঁর বগিতেই ১০-১২ জন পরীক্ষার্থী ছিলেন। ট্রেনের অন্য বগিগুলোতেও পরীক্ষার্থী ছিলেন। তাঁদের কেউই পরীক্ষা দিতে পারেননি।
আবদুর রহমানের পরীক্ষা ছিল রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে। ভেতরে যখন পরীক্ষা চলছিল, তখন বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন। স্টেশনে ট্রেন আসতেই দুই ঘণ্টা দেরি করে। আবার যাত্রাপথে দেরি করে আরও দুই ঘণ্টা। সব মিলিয়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
আব্দুর রহমান বলেন, ‘স্টেশনে যখন নামলাম, তখন অনেকেই বলল যে, আর পরীক্ষা দেওয়া হবে না। তাও মন মানল না। অটোরিকশায় ছুটে এলাম। এতে আরও ১০ মিনিট গেল। আমি কেন্দ্রে পৌঁছার ৩৫ মিনিট আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই হয়ে খাতাও জমা হয়ে গেছে। তাই পরীক্ষা চললেও আমি অংশ নিতে পারিনি।’
আবদুর রহমানের সঙ্গে পদ্মা এক্সপ্রেসে ছিলেন রকিবুল হক রুহি এবং নাদীম হোসেন। রাজশাহীর অন্য কেন্দ্রগুলোতে সিট পড়েছিল তাঁদের। তাঁরাও পরীক্ষায় অংশ নিতে পারেননি। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিট ছিল পদ্মা এক্সপ্রেসে আসা আরেক পরীক্ষার্থী লতা ইসলামের। তিনিও পরীক্ষায় বসতে পারেননি। তিনি দাবি করেন, ট্রেনে অন্তত শতাধিক পরীক্ষার্থী ছিলেন। তাঁরা কেউই পরীক্ষা দিতে পারেননি।
ট্রেন দেরি করে পৌঁছার কারণ জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘ঢাকা থেকে ট্রেন ছেড়েছেই দেরি করে। আবার কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল কম। সব মিলিয়ে ট্রেনটা আসতে দেরি করেছে। তবে ট্রেনে কোনো পরীক্ষার্থী ছিল কি না কিংবা তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, এটি আমার জানা নেই।’
আব্দুর রহমান ঢাকায় থাকেন। ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি রাজশাহী এসেছেন। কিন্তু আসার সময় ট্রেন দেরি করায় পরীক্ষায় আর অংশ নিতে পারেননি।
ট্রেন বিলম্বের কারণে আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারেননি বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হয়। কিন্তু ট্রেন এসে পৌঁছায় চার ঘণ্টা বিলম্বে। কেন্দ্রে পৌঁছাতেই পরীক্ষার আধা ঘণ্টা পেরিয়ে গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছার কথা ছিল শুক্রবার ভোর ৬টায়। কিন্তু চার ঘণ্টা বিলম্বে ট্রেন এসেছে ১০টার দিকে। এই ট্রেনে আসা পরীক্ষার্থী আবদুর রহমানের দাবি, তাঁর বগিতেই ১০-১২ জন পরীক্ষার্থী ছিলেন। ট্রেনের অন্য বগিগুলোতেও পরীক্ষার্থী ছিলেন। তাঁদের কেউই পরীক্ষা দিতে পারেননি।
আবদুর রহমানের পরীক্ষা ছিল রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে। ভেতরে যখন পরীক্ষা চলছিল, তখন বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন। স্টেশনে ট্রেন আসতেই দুই ঘণ্টা দেরি করে। আবার যাত্রাপথে দেরি করে আরও দুই ঘণ্টা। সব মিলিয়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
আব্দুর রহমান বলেন, ‘স্টেশনে যখন নামলাম, তখন অনেকেই বলল যে, আর পরীক্ষা দেওয়া হবে না। তাও মন মানল না। অটোরিকশায় ছুটে এলাম। এতে আরও ১০ মিনিট গেল। আমি কেন্দ্রে পৌঁছার ৩৫ মিনিট আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই হয়ে খাতাও জমা হয়ে গেছে। তাই পরীক্ষা চললেও আমি অংশ নিতে পারিনি।’
আবদুর রহমানের সঙ্গে পদ্মা এক্সপ্রেসে ছিলেন রকিবুল হক রুহি এবং নাদীম হোসেন। রাজশাহীর অন্য কেন্দ্রগুলোতে সিট পড়েছিল তাঁদের। তাঁরাও পরীক্ষায় অংশ নিতে পারেননি। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিট ছিল পদ্মা এক্সপ্রেসে আসা আরেক পরীক্ষার্থী লতা ইসলামের। তিনিও পরীক্ষায় বসতে পারেননি। তিনি দাবি করেন, ট্রেনে অন্তত শতাধিক পরীক্ষার্থী ছিলেন। তাঁরা কেউই পরীক্ষা দিতে পারেননি।
ট্রেন দেরি করে পৌঁছার কারণ জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘ঢাকা থেকে ট্রেন ছেড়েছেই দেরি করে। আবার কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল কম। সব মিলিয়ে ট্রেনটা আসতে দেরি করেছে। তবে ট্রেনে কোনো পরীক্ষার্থী ছিল কি না কিংবা তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, এটি আমার জানা নেই।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২ ঘণ্টা আগে