Ajker Patrika

বুধবার রাবিতে তৃতীয় ‘নিরিখ’ আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বুধবার রাবিতে তৃতীয় ‘নিরিখ’ আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সমকালের সাহিত্য, সাহিত্যে সমকাল’ প্রতিপাদ্যে তৃতীয় ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হবে আগামীকাল বুধবার। দুদিন ব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত ও নেপালের গবেষকদের ৫৮ গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন করা হবে।

আজ সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আহ্বায়ক অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান।

লিখিত বক্তব্যে মোস্তফা তারিকুল আহসান জানান, দুদিনব্যাপী সাহিত্য সম্মেলনের প্রথমদিনে ‘সাহিত্যে সমকাল’ বিষয়ে মুখবন্ধ বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম। দ্বিতীয় দিনে ‘সমকালের সাহিত্য’ বিষয়ে মুখবন্ধ বক্তব্য দেবেন কথাশিল্পী মনোচিকিৎসক মামুন হোসাইন।

বক্তব্যে আরও জানান, আগামী বুধবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এম. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এ সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক মীর রেজাউল করিম, রাবির বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার ও সহকারী অধ্যাপক শামসুন নাহার। 

উল্লেখ্য, ২০০১ সালে ‘বাংলার সাহিত্য, বাঙালির সাহিত্য’ স্লোগানে শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’ প্রতিষ্ঠিত হয়। বাংলা সাহিত্য, শিল্প, সমাজ, সিনেমা, অনুবাদ-শিল্প সমালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ সাহিত্য পত্রিকাটি কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত