সিরাজগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বেড়েছে। এতে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
পানি বাড়ার কারণে নতুন করে নদীর তীরবর্তী অঞ্চল তলিয়ে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। চরাঞ্চলের জমিতে এখন পাট ও তিল রয়েছে।
এদিকে যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, হুরাসাগর, বড়াল, ইছামতীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ও খুকনি এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। আজ শনিবার সকাল থেকে জালালপুর গ্রামের তিনটি পয়েন্টে নদী ভাঙনে পরিত্যক্ত বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে।
জালালপুর গ্রামের আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে নদী ভাঙছে। নদী আমার বাড়ির কোনায় চলে এসেছে। বাড়ির পাশে গাছপালা ছিল আজ নদীতে চলে গেল। এলাকার মানুষ আতঙ্কিত। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আমার বাড়িসহ আশপাশের বাড়িঘর কিছুই থাকব না।’
জালালপুর গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. লাইলী বেগম বলেন, ‘এবার বর্ষা শুরুর আগে থেকেই নদী ভাঙছে। যা এখনো অব্যাহত রয়েছে। এখানে গুচ্ছ গ্রাম ছিল গত দুই বছরে ভাঙতে ভাঙতে পুরো গুচ্ছ গ্রাম এখন যমুনা নদীর পেটে। নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে চলে এসেছে।’
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দু-এক দিন পানি বাড়বে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার সকাল ৬টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২০ সেন্টিমিটার।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বেড়েছে। এতে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
পানি বাড়ার কারণে নতুন করে নদীর তীরবর্তী অঞ্চল তলিয়ে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। চরাঞ্চলের জমিতে এখন পাট ও তিল রয়েছে।
এদিকে যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, হুরাসাগর, বড়াল, ইছামতীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ও খুকনি এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। আজ শনিবার সকাল থেকে জালালপুর গ্রামের তিনটি পয়েন্টে নদী ভাঙনে পরিত্যক্ত বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে।
জালালপুর গ্রামের আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে নদী ভাঙছে। নদী আমার বাড়ির কোনায় চলে এসেছে। বাড়ির পাশে গাছপালা ছিল আজ নদীতে চলে গেল। এলাকার মানুষ আতঙ্কিত। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আমার বাড়িসহ আশপাশের বাড়িঘর কিছুই থাকব না।’
জালালপুর গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. লাইলী বেগম বলেন, ‘এবার বর্ষা শুরুর আগে থেকেই নদী ভাঙছে। যা এখনো অব্যাহত রয়েছে। এখানে গুচ্ছ গ্রাম ছিল গত দুই বছরে ভাঙতে ভাঙতে পুরো গুচ্ছ গ্রাম এখন যমুনা নদীর পেটে। নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে চলে এসেছে।’
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দু-এক দিন পানি বাড়বে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার সকাল ৬টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২০ সেন্টিমিটার।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৬ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে