Ajker Patrika

মাইক থেকে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
মাইক থেকে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নাটোরের লালপুরে বিদ্যুতায়িত হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের মোরদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. আবির হোসেন (১১) ওই গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। সে বোয়ালিয়াপাড়া কাছিমুল উম্মুল মাদ্রাসার ছাত্র ছিল। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বোয়ালিয়াপাড়া কাছিমুল উম্মুল মাদ্রাসায় মাইক ব্যবহারের সময় মো. আবির হোসেন বিদ্যুতায়িত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত