আবুল কালাম আজাদ, চারঘাট
‘সুখবর, সুখবর, সুখবর। চারঘাটবাসীর জন্য সুখবর। মাথাব্যথা, কোমর ব্যথা, কাশি, হার্ট ও যৌন বিশেষজ্ঞ, ডাক্তার সাহেব প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার নিয়মিত রোগী দেখবেন....।’ ‘মেলা মেলা মেলা। সিমের ধামাকা মেলা’। ‘আগামীকাল চারঘাট বাজারে একটি বিরাট গরু জবাই করা হবে। গরুটির প্রতি কেজি মাংস.....। ’ এ রকম নানা সুখবরের মাইকিং রাজশাহীর চারঘাটবাসীর জন্য নিত্য দিনের যন্ত্রণা।
দীর্ঘ সময় ধরে এভাবে মাইকিং করতে এখন আর দরকার পড়ে না ঘোষকের। ঘোষণাটি একবার রেকর্ড করে মোবাইলের মেমোরি কার্ডে নিয়ে ভ্যান অথবা ইজিবাইকে মাইক বেঁধে চলতে থাকে দিনভর বিরতিহীন ঘোষণা। কখনো একটি মাইক বেঁধে আবার কখনো দু’টি মাইক বেঁধে উচ্চ শব্দে দিনে-রাতে চলে এ ধরনের প্রচারণা। এতে বাড়ছে শারীরিক ও মানসিক নানা সমস্যা। এ জন্য দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের।
পৌরসভার মিয়াপুর গ্রামের সুফিয়া বেগম বলেন, সকাল থেকেই শুরু হয় মাইকের যন্ত্রণা। ডাক্তার, গরু জবাই, ছাগলের হাট, সিম বিক্রি থেকে শুরু করে আলু পটল বিক্রেতা পর্যন্ত বাড়ির সামনে এসে উচ্চ শব্দে মাইক বাজাতে থাকে।
উপজেলার রাওথা গ্রামের রফিকুল ইসলাম জানান, আগে প্রধান প্রধান সড়কে মাইকে এসব কার্যক্রম হলেও বর্তমানে গ্রামে পাড়া মহল্লায় হচ্ছে এসব। সকাল–দুপুর মাইকের এই উচ্চ শব্দে ভোগান্তির কথা বিবেচনা করছে না তারা।
রাজশাহী জজ কোর্টের আইনজীবী খাইরুল ইসলাম বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া প্রয়োজন। গ্রামাঞ্চল বা নীরব এলাকায় দিনের বেলা ৫০ ও রাতের বেলা ৪০ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহারের অনুমোদন নেই। ভবিষ্যতের স্বার্থে গ্রাম–গঞ্জের শব্দ যন্ত্রের পরিমাণ নির্ধারণ প্রয়োজন।
মাইকযোগে গরু জবাইয়ের জানান দেওয়া হেফাজ কসাই বলেন, মাইকে উচ্চ শব্দে না ডাকলে লোকজনের কানে যায় না। এ জন্য মাইকে ক্রেতাদের আকৃষ্ট করতে ডাকা হয়। এতে যে আইনে নিষিদ্ধ এমনটি জানা নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, উচ্চ শব্দ অদৃশ্য শত্রু। সবাই আক্রান্ত হচ্ছে, কিন্তু কেউ দেখছে না। এ দূষণে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শব্দ দূষণের ফলে বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, হৃদ্যন্ত্রের জটিলতা, ঘুমের ব্যাঘাত, মনঃসংযোগ নষ্ট হওয়াসহ অনেক রোগে আক্রান্ত হতে পারে।
উচ্চ শব্দ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলার উপপরিচালক মাহমুদা পারভীন বলেন, শব্দযন্ত্রের ব্যবহার রোধে জনসচেতনতা বাড়াতে হবে। যারা এসব শব্দযন্ত্র ব্যবহার করছে তারা না বুঝেই করছে। স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এমন কিছু করা যাবে না।
‘সুখবর, সুখবর, সুখবর। চারঘাটবাসীর জন্য সুখবর। মাথাব্যথা, কোমর ব্যথা, কাশি, হার্ট ও যৌন বিশেষজ্ঞ, ডাক্তার সাহেব প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার নিয়মিত রোগী দেখবেন....।’ ‘মেলা মেলা মেলা। সিমের ধামাকা মেলা’। ‘আগামীকাল চারঘাট বাজারে একটি বিরাট গরু জবাই করা হবে। গরুটির প্রতি কেজি মাংস.....। ’ এ রকম নানা সুখবরের মাইকিং রাজশাহীর চারঘাটবাসীর জন্য নিত্য দিনের যন্ত্রণা।
দীর্ঘ সময় ধরে এভাবে মাইকিং করতে এখন আর দরকার পড়ে না ঘোষকের। ঘোষণাটি একবার রেকর্ড করে মোবাইলের মেমোরি কার্ডে নিয়ে ভ্যান অথবা ইজিবাইকে মাইক বেঁধে চলতে থাকে দিনভর বিরতিহীন ঘোষণা। কখনো একটি মাইক বেঁধে আবার কখনো দু’টি মাইক বেঁধে উচ্চ শব্দে দিনে-রাতে চলে এ ধরনের প্রচারণা। এতে বাড়ছে শারীরিক ও মানসিক নানা সমস্যা। এ জন্য দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের।
পৌরসভার মিয়াপুর গ্রামের সুফিয়া বেগম বলেন, সকাল থেকেই শুরু হয় মাইকের যন্ত্রণা। ডাক্তার, গরু জবাই, ছাগলের হাট, সিম বিক্রি থেকে শুরু করে আলু পটল বিক্রেতা পর্যন্ত বাড়ির সামনে এসে উচ্চ শব্দে মাইক বাজাতে থাকে।
উপজেলার রাওথা গ্রামের রফিকুল ইসলাম জানান, আগে প্রধান প্রধান সড়কে মাইকে এসব কার্যক্রম হলেও বর্তমানে গ্রামে পাড়া মহল্লায় হচ্ছে এসব। সকাল–দুপুর মাইকের এই উচ্চ শব্দে ভোগান্তির কথা বিবেচনা করছে না তারা।
রাজশাহী জজ কোর্টের আইনজীবী খাইরুল ইসলাম বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া প্রয়োজন। গ্রামাঞ্চল বা নীরব এলাকায় দিনের বেলা ৫০ ও রাতের বেলা ৪০ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহারের অনুমোদন নেই। ভবিষ্যতের স্বার্থে গ্রাম–গঞ্জের শব্দ যন্ত্রের পরিমাণ নির্ধারণ প্রয়োজন।
মাইকযোগে গরু জবাইয়ের জানান দেওয়া হেফাজ কসাই বলেন, মাইকে উচ্চ শব্দে না ডাকলে লোকজনের কানে যায় না। এ জন্য মাইকে ক্রেতাদের আকৃষ্ট করতে ডাকা হয়। এতে যে আইনে নিষিদ্ধ এমনটি জানা নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, উচ্চ শব্দ অদৃশ্য শত্রু। সবাই আক্রান্ত হচ্ছে, কিন্তু কেউ দেখছে না। এ দূষণে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শব্দ দূষণের ফলে বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, হৃদ্যন্ত্রের জটিলতা, ঘুমের ব্যাঘাত, মনঃসংযোগ নষ্ট হওয়াসহ অনেক রোগে আক্রান্ত হতে পারে।
উচ্চ শব্দ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলার উপপরিচালক মাহমুদা পারভীন বলেন, শব্দযন্ত্রের ব্যবহার রোধে জনসচেতনতা বাড়াতে হবে। যারা এসব শব্দযন্ত্র ব্যবহার করছে তারা না বুঝেই করছে। স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এমন কিছু করা যাবে না।
পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৪ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৮ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট–টাই, গায়ে কালো রঙের গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে সবাই একত্রিত। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকেই ছবি তুলছেন। কেউ নিজের গা থেকে গাউন খুলে মা–বাবার গায়ে পরিয়ে দিচ্ছেন...
১১ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
১৯ মিনিট আগে