Ajker Patrika

রাবিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিলে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধি, রাবি
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৪: ১৭
রাবিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিলে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটায় অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় ফেল করা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক শিক্ষকদের ছবিসহ সব তথ্যসংবলিত বিলবোর্ড ক্যাম্পাসের মোড়ে মোড়ে টানানো হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন। এ সময় পোষ্য কোটা বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয় পারিবারিক গোয়ালঘরে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অযোগ্য সন্তানদের জায়গা হবে না। ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে ধরা পড়লেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করেনি।’

শিক্ষার্থী মুন্না আরও বলেন, ‘তদন্ত কেনই বা করবে? কারণ প্রক্সিকাণ্ড তারাই ঘটায়, তারাই রটায় আবার তারাই এ ঘটনা ধামাচাপা দিয়ে পরীক্ষার্থীদের ভর্তি করায়। আমরা এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কর্মসূচিতে রাবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ খান বলেন, ‘একজন শিক্ষার্থীকে পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়। সেখানে একজন অযোগ্য শিক্ষার্থী শুধু বাবা-মায়ের যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।’

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘একপর্যায়ে দেখা যাবে শিক্ষকেরা তাঁদের এই অযোগ্য সন্তানদের ডিপার্টমেন্ট ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, তারপর প্রধানমন্ত্রী স্বর্ণপদক, এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবে।’

‘ভর্তি বাতিল করা না হলে ফেল করা পরীক্ষার্থী ও সেই শিক্ষক উভয়ের পুরো ছবি, কে কোন বিভাগে ভর্তি হয়েছে, কত মার্ক পেয়েছে সব তথ্যসহ বিলবোর্ড তৈরি করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মোড়ে লাগানো হবে। তিন দিনের মধ্যে পোষ্য কোটা বাতিলসহ ভর্তি বাতিল করা না হলে আমরা প্রশাসন ভবন অবরোধ করব।’ যুক্ত করেন তিনি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন আশিকুল্লাহ মুহিত, আজাদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত