Ajker Patrika

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
শাহ ফয়ছল তালুকদার। ছবি: সংগৃহীত
শাহ ফয়ছল তালুকদার। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়ছল তালুকদারকে (৩৮)গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

শাহ ফয়ছল তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার পরদিন ১৯ ফেব্রুয়ারি গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।

পুলিশের দাবি, নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে শাহ ফয়ছল তালুকদারের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে থেকে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেপ্তার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত