Ajker Patrika

আর্জেন্টিনার জয়ে রাবি শিক্ষার্থীদের গরু-খাসি ভোজ

রাবি প্রতিনিধি
আর্জেন্টিনার জয়ে রাবি শিক্ষার্থীদের গরু-খাসি ভোজ

গত কয়েক দিন থেকেই নানাভাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদ্‌যাপন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আর্জেন্টিনার জয়ে এবার একটি গরু ও খাসি জবাই করে ভূরিভোজের মাধ্যমে বিজয় উদ্‌যাপন করেছে তাঁরা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে (ইবলিশ চত্বর) এ ভূরিভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাব এ ভোজের আয়োজন করে। 

এদিন সকালে গরু-খাসি জবাই করে রান্না শুরু করা হয়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সমর্থকদের আনাগোনা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আনন্দ উল্লাস করতে থাকে। আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দলের সমর্থকেরাও সেখানে আসেন এবং ভূরিভোজে অংশ নিতে রেজিস্ট্রেশন করে। আনন্দ-উল্লাসে তাঁরাও যোগ দেন। দুপুর আড়াইটার দিকে খাবার বিতরণ শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

ভোজে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক আরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিশ্বকাপ বঞ্চিত ছিলাম। অবশেষে আমরা মেসির হাত ধরে ট্রফি জিতেছি। বিশ্বকাপ চলাকালে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মজা করেছি। অনেককে নিয়ে ট্রল করেছি। যদিও সেগুলো সিরিয়াস কোনো বিষয় নয়। অবশেষে সব ভুলে এমন একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা আবার একত্র হতে পারছি, এ জন্য খুব ভালো লাগছে।’

ভোজের বিষয়ে জানতে চাইলে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ও রাবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মেসির অপূর্ণতা বলতে শুধু বিশ্বকাপটাই ছিল না। তাই মেসির জন্য আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল একটা বিশ্বকাপ অর্জন। আর্জেন্টিনা সেটি করে দেখিয়েছেন। গত কয়েক দিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোমাঞ্চকর এই বিজয় উদ্‌যাপন করছে। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা গরু-খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি। আর্জেন্টিনা সমর্থক ছাড়াও অন্য দলের সমর্থকেরাও এ আয়োজনে অংশ নিয়েছে। এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত