নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকার মিরপুর দারুসসালাম থানাধীন এলাকায় তাহমিনা রহমান রানু (৪২) নামে এক নারীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এলাকার দক্ষিণ বিশিলের ৭ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাহমিনার আপন ভাই স্থানীয় সেচ্চাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
আজ সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবু দক্ষিণ বিশিল এলাকায় ইন্টারনেট ব্যবসা করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এই ব্যবসা দেখভাল করছিলেন তার বোন তাহমিনা। ওই এলাকায় তাদের ইন্টারনেট কানেকশন থেকে প্রতি মাসে প্রায় ৩-৪ লাখ টাকা আসত। এই টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যা করা হতে পারে।
এর আগে বিকেলে পুলিশ ও স্থানীদের সূত্রে জানা যায়, রোববার রাতে তাহমিনা ঘুমিয়ে পড়ার পর রাত দেড়টার দিকে ওই বাসায় যান তার ভাই। তাহমিনাকে ডেকে ঘুম থেকে তুলেন এবং এক পর্যায়ে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় থানা-পুলিশ। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়। এদিকে ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ এবং সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
ঘটনাস্থলের পাশের একটি সিসিক্যামেরা ফুটেজের বরাতে পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাবুসহ তিনজন ব্যক্তিকে তাহমিনার বাসায় ঢুকতে দেখা যায়। কিছু সময় পর তারা বেরিয়ে আসেন।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, ‘ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘হত্যার মোটিভ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আমরা ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। হত্যার তদন্ত শুরু হয়েছে।’
রাজধানী ঢাকার মিরপুর দারুসসালাম থানাধীন এলাকায় তাহমিনা রহমান রানু (৪২) নামে এক নারীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এলাকার দক্ষিণ বিশিলের ৭ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাহমিনার আপন ভাই স্থানীয় সেচ্চাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
আজ সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবু দক্ষিণ বিশিল এলাকায় ইন্টারনেট ব্যবসা করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এই ব্যবসা দেখভাল করছিলেন তার বোন তাহমিনা। ওই এলাকায় তাদের ইন্টারনেট কানেকশন থেকে প্রতি মাসে প্রায় ৩-৪ লাখ টাকা আসত। এই টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যা করা হতে পারে।
এর আগে বিকেলে পুলিশ ও স্থানীদের সূত্রে জানা যায়, রোববার রাতে তাহমিনা ঘুমিয়ে পড়ার পর রাত দেড়টার দিকে ওই বাসায় যান তার ভাই। তাহমিনাকে ডেকে ঘুম থেকে তুলেন এবং এক পর্যায়ে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় থানা-পুলিশ। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়। এদিকে ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ এবং সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
ঘটনাস্থলের পাশের একটি সিসিক্যামেরা ফুটেজের বরাতে পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাবুসহ তিনজন ব্যক্তিকে তাহমিনার বাসায় ঢুকতে দেখা যায়। কিছু সময় পর তারা বেরিয়ে আসেন।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, ‘ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘হত্যার মোটিভ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আমরা ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। হত্যার তদন্ত শুরু হয়েছে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কলেজ কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক মওদুদের বিষয়ে কোনো...
৩০ মিনিট আগেনেছারাবাদের বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। নেছারাবাদের শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুল আলম জিসানের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার (৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে...
৪০ মিনিট আগে