Ajker Patrika

লেগুনা গাড়ি থেকে ১৯ হাজার পচা ডিম জব্দ, পরে করতোয়া নদীতে ধ্বংস

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
পচা ডিমগুলো জব্দ করে করতোয়া নদীতে ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা
পচা ডিমগুলো জব্দ করে করতোয়া নদীতে ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুর উপজেলায় একটি লেগুনা গাড়ি থেকে ১৯ হাজার পচা ডিম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুরগির ডিমগুলো জব্দ করা হয় এবং পরে করতোয়া নদীতে ধ্বংস করা হয়। লেগুনাচালক রনি শেখকে (৩৩) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিফ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ডিমভর্তি লেগুনা গাড়িটি পাবনা সদর উপজেলা থেকে বগুড়ার ধুনট উপজেলায় যাচ্ছিল। গতকাল রোববার দিবাগত ভোররাতের দিকে চালক বিশ্রামের জন্য শেরপুরের ধুনট মোড়ে দাঁড়ান। স্থানীয় লোকজন ডিমের পচা গন্ধ ও অবস্থা দেখে সন্দেহ করলে গাড়িটি আটকে থানায় খবর দেন।

লেগুনাচালক রনি শেখের বাড়ি সিরাজগঞ্জের বাঁকাই শিয়ালগাড়ী গ্রামে। তিনি স্বীকার করেন, ডিমগুলো পচা এবং তিনি সেগুলো বগুড়ার ধুনট উপজেলায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। আদালতে অপরাধ স্বীকারের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫২ ধারায় তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, রনি শেখ পাবনা জেলা সদর থেকে নিম্নমানের এসব ডিম কিনে এনে শেরপুর ও ধুনটে বিক্রি করে আসছিলেন। আজ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গাড়িটি আটকানো হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত