Ajker Patrika

বগুড়ায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৪, ১২: ০৯
বগুড়ায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগলে এর চালক শাকিব হোসেন (২৬) নিহত হন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোটাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাকিব হোসেন নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর গ্রামের সামছুল হকের ছেলে। 

সান্তাহার পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সান্তাহার-নওগাঁ প্রধান সড়কের ফেমাস ক্লিনিকের সামনে চার্জারচালিত একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেল নিয়ে ধাক্কা খান শাকিব। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত