Ajker Patrika

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১: ৪৩
নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারত-বাংলাদেশের রপ্তানিকারকেরা। 

আজ রোববার থেকে প্রায় ১০ দিনের জন্য ভারত সীমান্তে বাংলাদেশের সঙ্গে সড়ক পথ সংস্কার কাজের জন্য আমদানি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, ওই সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় মালবাহী ভারী ট্রাক যাতায়াত ব্যাহত হচ্ছিল। সংস্কার কাজ শেষ হতে প্রায় ১০ দিন সময় লাগবে। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই আগামী ১০ দিন ভারত থেকে সকল ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। 

এ বিষয়ে জানতে চাইলে নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের কারণে আগামী ১০ দিনের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত