Ajker Patrika

আমাদের দীর্ঘ লড়াইয়ের পথে এগোতে হবে: কুমিল্লায় হাসনাত

 কুমিল্লা প্রতিনিধি 
জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা
জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কে বিএনপি-জামায়াত করে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সখ্য করে, তাদের আমরা বরদাশত করব না। কারণ, এই ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে এলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে কুমিল্লা ছিল চরম অবহেলিত। কেবল কু দিয়ে নাম শুরু হওয়ার কারণে শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ দেননি, এটাই ছিল তাঁর অহংকার ও ধৃষ্টতা। অথচ কুমিল্লার মানুষ সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙা করেছে। সরকার নয়, নিজেরা নিজেদের উন্নয়ন করেছে এই জেলার মানুষ।’

হাসনাত আরও বলেন, ‘শেখ হাসিনা একবার বলেছিলেন, কুমিল্লা থেকে ক্যু হওয়ায় তিনি কুমিল্লা বিভাগ দেননি। তাঁর এই ঔদ্ধত্য ও বাকশালি মনোভাবই কুমিল্লায় আওয়ামী লীগের পতনের অন্যতম ভিত্তি তৈরি করেছে।’

সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত