Ajker Patrika

নেত্রকোনায় বাস থেকে মাদক জব্দ, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি
আটক দুই যুবক। ছবি: সংগৃহীত
আটক দুই যুবক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বাসে তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা-ঢাকা মহাসড়কের বাহাদুরকান্দায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বাধীন যৌথবাহিনী। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে লুকানো ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত