Ajker Patrika

খালিয়াজুরীতে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)
খালিয়াজুরীতে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

নেত্রকোনার খালিয়াজুরীতে অটোরিকশার ধাক্কায় অনু আক্তার রেজিয়া (৬৪) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ওই নারী একই গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার মেন্দিপুর পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এ সময় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক বিল্পব মহন্ত বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অটোরিকশা চালক মজনু মিয়া পলাতক রয়েছে। চালকও একই গ্রামের বাসিন্দা। 

খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত