Ajker Patrika

হঠাৎ কার্যালয়ের মেঝে ধসে বিশাল গর্ত, ৭ আ. লীগ নেতা আহত

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১: ৩৪
হঠাৎ কার্যালয়ের মেঝে ধসে বিশাল গর্ত, ৭ আ. লীগ নেতা আহত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা চলছে। এরই মধ্যে হঠাৎ কার্যালয়ের মেঝে ধসে ৫ ফুট দেবে যায়; নেতাকর্মীরা একে অপরের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে। এ ঘটনায় সভাপতি-সম্পাদকসহ অন্তত সাত জন আহত হয়েছেন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ঘটনার আকস্মিকতায় কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন অন্যজনের ওপর গিয়ে পড়েন। এ সময় সভাপতিসহ আমরা সাত জন আহত হই। কেউ হাতে, কেউ পায়ে কেউ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে দলের নেতা-কর্মীরা আহত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কেউই গুরুতর আহত হয়নি। পরে বেলা পৌনে ২টার দিকে খালিয়াজুরী কলেজে সভার বাকি কাজ শুরু করা হয়। 

জানা যায়, আজ রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা সদরের হাওর মালেক সিটি এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে সভা চলাকালে মেঝে দেবে যায়।

এ ঘটনায় আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম আবু ইছহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক ও খালিয়াজুরী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায়।

মেঝেতে কোন রড দেখা যাচ্ছে নাখালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, সদরের প্রবেশদ্বার এলাকার হাওর মালেক সিটিতে মাটি ভরাট করে কয়েক বছর আগে কার্যালয়টি স্থাপন করে উপজেলা আওয়ামী লীগ। বৃষ্টির পানিতে কার্যালয়ের নিচ থেকে ভরাট করা বালি মাটি সরে গিয়ে ফাঁকা হয়ে যায়। বিষয়টি কারও নজরে না পড়ায় আজ এই দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার ও ওসি মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া ওই পদে আগামী ৭ অক্টোবর উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের উদ্দেশ্যে এ সভা ডাকা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত