Ajker Patrika

মোহনগঞ্জে শিয়ালজানি খালপাড় দখলের হিড়িক

প্রতিনিধি
মোহনগঞ্জে শিয়ালজানি খালপাড় দখলের হিড়িক

মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জে পৌরশহরের ভেতর দিয়ে প্রবাহিত শেয়ালজানি খালের পাড় দখলের হিড়িক পড়তে দেখা গেছে। যে যেভাবে পারছেন খালের পাড় ঘেঁষে গড়ে তুলছেন স্থাপনা। উদ্ধার করা জায়গাগুলো ফের দখলে চলে যেতে দেখে আতঙ্কিত এলাকাবাসী।

এলাকাবাসীর ধারণা পুরোনো পদ্ধতিই অনুসরণ করছে দখলকারীরা। এর আগেও একটু একটু করে পুরো খালটিই দখল হয়ে গিয়েছিল। তবে প্রভাবশালী দখলদারদের ভয়ে নিজেদের নাম উল্লেখ করে কথা বলতে রাজি হয়নি কেউই।

আজ সোমবার সরেজমিনে দেখা যায়, পৌরশহরের হাজি বাড়ির সামনে খালের পাড় ঘেঁষে লম্বালম্বি ভাবে একটি টিনের ঘর তোলা হয়েছে। এর বিপরীত পাশেই রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড।

অটো স্ট্যান্ডের মাস্টার খাইরুল মিয়া জানান, এত দিন এই জায়গাটা খালি ছিল। আগে আমরা এখানে অটোরিকশাগুলো রাখতাম। সম্প্রতি এই জায়গায় ঘর তুলেছেন স্থানীয় হাজি দুদু মিয়া নামের এক ব্যক্তি। শুনেছি এটা নাকি তার ব্যক্তিগত জায়গা। একটা চক্র দখল করার চেষ্টা করছে শুনে তিনি কয়েক দিন আগে একটা টিনের ঘর তুলে নিজের আয়ত্তে নিয়েছেন।

এ বিষয়ে হাজি দুদু মিয়া বলেন, এই জায়গাটা আমারই। খালে নিয়ে যে জায়গাটুকু বাকি রয়েছে সেটুকুতে টিনের ঘর তুলেছি।

অন্যদিকে গোডাইন ব্রিজ সংলগ্ন খাল পাড়ের কিছু অংশ ইতিমধ্যে দখল নিয়ে ঘর তৈরি করে ভাড়াও দিয়ে দিয়েছেন কয়েকজন। খালটি উদ্ধারের সময় তাদের দোকানের অর্ধেক অংশ ভাঙা পড়েছিল। এখন দোকানের পেছনে খালি জায়গাটুকু ধীরে ধীরে তারা দখলে নিয়ে ঘর তুলে দোকান বাড়িয়ে নিচ্ছেন।

গোডাউন ব্রিজ সংলগ্ন রিকশা-সাইকেলের যন্ত্রপাতি বিক্রেতা বিল্লাল ভূঁইয়া নামে এক ব্যক্তি তার দোকানের পেছনের অংশ বর্ধিত করার কাজ শুরু করেছেন। এ বিষয়ে বিল্লাল ভূঁইয়া বলেন, পাশের কয়েকজন তো ঘর বানিয়ে ভাড়াও দিয়ে দিয়েছে। আমি কাজ শুরু করেছিলাম মাত্র। ভূমি অফিস থেকে না করার পর কাজ বন্ধ করে দিয়েছি।

বিল্লাল ভূঁইয়ার দোকানের সঙ্গে লাগোয়া দুটি রিকশা-সাইকেলের যন্ত্রাংশ বিক্রির দোকানের পেছনের অংশ খালের পাড় ঘেঁষে বাড়িয়ে সদ্য নির্মাণ করা হয়েছে ঘর। ইতিমধ্যে এগুলো ভাড়া দেওয়া হয়ে গেছে। এ ঘরগুলো লাভলু মিয়া ও রইছ উদ্দিনের বলে জানান বিল্লাল। তবে চেষ্টা করেও লাভলু মিয়া ও রইছ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে ওখানকার একজন জানান, বিল্লাল ভূঁইয়ার দোকানের পেছনের জায়গাটি দখল করে নেওয়ার চেষ্টা করেছিল স্থানীয় শক্তিশালী একটি চক্র। বিষয়টি টের পেয়ে বিল্লাল নিজেই ঘরে তোলা শুরু করে দেন। পরে ব্যর্থ হয়ে ওই চক্রটিই ভূমি অফিসে গিয়ে অভিযোগ করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান বলেন, এসিল্যান্ডকে বলে দিচ্ছি এখনই ব্যবস্থা নেওয়া হবে।

২০১৬ সালে জনদাবির প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রীর একান্ত সচিব বর্তমানে বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এটিকে দখলদারদের হাত থেকে উদ্ধার করে এর সৌন্দর্য বর্ধনে প্রকল্প গ্রহণ করেন। পুরো খালটি ব্লক দিয়ে বাঁধাই করে এর দুই পাড়ে টাইলস সমৃদ্ধ পায়ে হাঁটার রাস্তা তৈরি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত